Suvendu Adhikari: কসবায় ভুয়ো টিকাকরণকাণ্ডে তদন্তের দাবি শুভেন্দু অধিকারীর
শুভেন্দু অধিকারী স্বাস্থ্য ভবনে, ছবি ট্যুইটার

কলকাতা, ২৫ জুন: কসবায় (Kasba) ভুয়ো ভ্যাক্সিনশন কেন্দ্র নিয়ে সরব শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) । ভুয়ো ভ্যাক্সিনেশন কেন্দ্রের আয়োজন কীভাবে হল, তা নিয়ে এবার তদন্তের দাবি করলেন শুভেন্দু।

পাশাপাশি ভুয়ো টিকাকাণ্ড (Fake Vaccination) নিয়ে স্বাস্থ্য় সচিবের সঙ্গে কথা বলতে শুক্রবার স্বাস্থ্য ভবনে হাজির হন শুভেন্দু। বিজেপির প্রতিনিধি দলের সঙ্গেই শুক্রবার স্বাস্থ্য ভবনে হাজির হন রাজ্যের বিরোধী দলনেতা।

আরও পড়ুন: Suvendu Adhikari: জাল ভ্যাকসিন চক্র, সাংসদ প্রতারিত হলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়, প্রশ্ন শুভেন্দুর

ভুয়ো ভ্যাক্সিনেশন কেন্দ্রের পর্দা ফাঁস হতেই বৃহস্পতিবার একটি ট্যুইট করেন শুভেন্দু অধিকারী। কসবায় যেভাবে আইএস অফিসারের ছদ্মবেশে যে ভ্যাক্সিনেশন ক্যাম্পের আয়োজন করা হয়, তাতে রাজ্যের স্বাস্থ্য দফতরের কতটা গাফিলতি ছিল, তা নিয়ে প্রশ্ন তোলেন শুভেন্দু অধিকারী।পাশাপাশি কসবায় (Kasba) যে জাল ভ্যাক্সিনেশন ক্যাম্পের আয়োজন করা হয়, সেখানে যদি একজন সাংসদ প্রতারিত হন, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় বলে প্রশ্ন তোলেন শুভেন্দু। বৃহস্পতিবারের পর শুক্রবার ফের বিষয়টি নিয়ে সরব হন শুভেন্দু।