Suvendu Adhikari (Photo Credits: ANI)

Suvendu Adhikari Convoy Attacked: কোচবিহারে (Cooch Behar) চোর চোর স্লোগান দিয়ে হামলা হয় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ে। হামলার মুখে পড়া শুভেন্দুর গাড়িতে ছিলেন বিজেপি নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকও। এই হামলা নিয়ে নন্দীগ্রামের বিজেপি বিধায়কের অভিযোগ,"খাগরাবাড়ি মসজিদের দিক থেকেই হামলা হয়েছে। এই এলাকা বাংলাদেশের সীমান্ত লাগোয়া। ওই ভিড়ের মধ্যে প্রায় ১৫০০ জনের মধ্যে ১০০০-এর মতো ছিল বাংলাদেশি এবং রোহিঙ্গা। কোচবিহার, ডাবগ্রাম-ফুলবাড়ি এলাকার গোটা জনবিন্যাসটাই বদলে গিয়েছে। এত 'মিয়াঁ' ছিল এখানে? সবাই বাংলাদেশি মুসলিম।"

হামলা নিয়ে মুখ্যসচিবকে চিঠি লিখেছেন শুভেন্দু অধিকারী

অভিযোগ ওঠে, পুলিশের সামনেই রাজ্য বিধানসভার বিরোধী দলনেতার গাড়ি লক্ষ্য করে ছোড়া হয় ইট, ভেঙে যায় তাঁর গাড়ির কাঁচ। এই হামলা নিয়ে মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব ও ডিজিপিকে চিঠি লেখেন শুভেন্দু।

শুভেন্দুর অভিযোগ বাংলাদেশি মুসলিমদের দিকে

উত্তরবঙ্গে সফরে বিভিন্ন জায়গায় বিক্ষোভের মুখে পড়ছেন শুভেন্দু

উত্তরবঙ্গ সফরে গিয়ে বারবার বিক্ষোভের মুখে পড়েছেন বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। শিলিগুড়ি থেকে কোচবিহারে যাওয়ার পথে বিভিন্ন জায়গায় কালো পতাকা দেখানো হয় তাঁকে। কিছু জায়গায় তাঁকে ছোড়া হয় ইট, বাঁশ। যার জেরে ভাঙে বিরোধী দলনেতার গাড়ির কাঁচ।