চলতি বছরের মে মাসে পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি ভি আনন্দ বোসের বিরুদ্ধে রাজভবনের এক মহিলাকর্মী শ্লীলতাহানির অভিযোগ করেছিলেন। সেই ঘটনায় আরও চাপে সি ভি আনন্দ বোস। রাজ্যপালের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্তে ছাড়পত্র চেয়ে সুপ্রিম কোর্টে জোরাল সওয়াল করেছিলেন ‘নির্যাতিতা’র আইনজীবি। রাজ্য সরকারও রাজ্যপালের বিরুদ্ধে তদন্ত করতে চেয়ে সওয়াল করেছিল শীর্ষ আদালতে। এরপরেই সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গের রাজভবনের অভিযোগকারিণী মহিলা কর্মীর দায়ের করা আবেদনটি পরীক্ষা করতে সম্মত হয়েছে।
নির্যাতিতার আইনজীবীও তদন্তের পক্ষে সওয়াল করতে গিয়ে বলেন- সংবিধানের ৩৬১ ধারার দোহাই দিয়ে রাজ্যপাল ফৌজদারি মামলা থেকে পুরোপুরি অব্যাহতি পেতে পারেন না। কারণ সেক্ষেত্রে তাঁর মেয়াদ শেষ হওয়া পর্যন্ত তদন্ত এগোবে না। যা আমার মৌলিক অধিকারের পরিপন্থী।
নির্যাতিতার ওই যুক্তি শোনার পরই সুপ্রিম কোর্ট পাঠায়। একই সঙ্গে অ্যাটর্নি জেনারেলকে নির্দেশ দেওয়া হয়েছে, এই মামলায় আদালতকে সহযোগিতা করতে। এই মামলায় কেন্দ্রকে যুক্ত করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।
Supreme Court agrees to examine plea filed by a woman staff , who had alleged sexual harassment by Governor CV Ananda Bose, challenging the immunity granted to the Governor under Article 361 of the Constitution.
Supreme Court seeks Attorney… pic.twitter.com/5yyZne0Pdh
— ANI (@ANI) July 19, 2024