ইডির মামলাতে আগেই জামিন পেয়েছিলেন। এবার সিবিআই-এর মামলাতেও জামিন পেলেন নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হওয়া তৃণমূল নেতা কুন্তল ঘোষ (Kuntal Ghosh)। শুক্রবার সুপ্রিমকোর্ট (Supreme Court) তৃণমূল নেতার বিরুদ্ধে সিবিআই মামলার জামিন মঞ্জুর করেছে।
গত ২০ নভেম্বর কুন্তলের (Kuntal Ghosh) ইডির মামলায় জামিন দিয়েছিল কলকাতা হাইকোর্ট। রাজ্যে নিয়োগ সংক্রান্ত আর্থিক লেনদেনের মামলায় ২০২৩ সালের ২০ জানুয়ারি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) গ্রেফতার করেছিল কুন্তল ঘোষকে।চাকরিপ্রার্থীদের কাছ থেকে টাকার বিনিময়ে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বিপুল পরিমাণে টাকা তোলার অভিযোগের পাশাপাশি হিসাব বহির্ভূত বিপুল পরিমাণ টাকার আর্থিক কেলেঙ্কারির অভিযোগ উঠেছিল কুন্তলের বিরুদ্ধে। ইডি-র পর সিবিআই-ও তাঁকে গ্রেফতার করে। প্রায় দু বছর হাজতবাসের পর কুন্তলের জেলমুক্তি হল।
ইডির পর এবার সিবিআই মামলাতেও কুন্তলের জমিন...
SC grants bail to ex-TMC youth leader Kuntal Ghosh in CBI case related to WB primary school recruitment scam. pic.twitter.com/7oqlfcWjJg
— Press Trust of India (@PTI_News) November 29, 2024
শর্ত বেঁধে দিল সুপ্রিম কোর্ট...
তবে বেশ কিছু শর্তে যুব তৃণমূলের প্রাক্তন নেতার (Kuntal Ghosh) জামিন মঞ্জুর করেছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, তদন্তকারী সংস্থার অনুমতি ছাড়া রাজ্যের বাইরে যেতে পারবেন না কুন্তল। পাশাপাশি মামলা চলাকালীন তিনি কোন সরকারি পদ গ্রহণ করতে পারবেন না। এমনকি মামলা সম্পর্কে সংবাদমাধ্যমের কাছে কোন বিবৃতি দিতে পারবেন না।