Photo Credits: PTI and wikimedia commons

পঞ্চায়েত ভোটে রাজ্যের সব জেলায় কেন্দ্রীয় বাহিনী ব্যবহারের কলকাতা হাইকোর্টের সিদ্ধান্তকে হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট। সব জেলাকে স্পর্শকাতর বিবেচনা থেকে শুরু করে বিভিন্ন যুক্তিতে পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের কলকাতা হাই কোর্টের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার ও রাজ্য নির্বাচন কমিশন। কিন্তু রাজ্যের আর্জি খারিজ করে সুপ্রিম কোর্ট মঙ্গলবার পঞ্চায়েত মামলার শুনানিতে সাফ বলল, অবাধ ও স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করতে হাই কোর্টের কেন্দ্রীয় বাহিনীর সিদ্ধান্ত বহাল থাকুক।

রাজ্যকে সুপ্রিম কোর্টের বিচারপতি নাগরত্ন বলেন, " পাঁচ রাজ্য থেকে পুলিশ চেয়েছেন আপনারা। সেখানে হাই কোর্ট বলেছে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে। এর সব খরচ তো কেন্দ্রীয় সরকার দেবে। আপনাদের এখন তো আর অসুবিধার কিছু নেই। যেখান থেকেই বাহিনী আসুক আপনারা আপনাদের কাজ করুন। ভোটে কোনওরকম অশান্তি, বিশৃঙ্খলা হোক সেটা আশা করা যায় না।"

দেখুন টুইট

ফলে আগামী ৮ জুলাই এক দফায় পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেই হতে চলেছে।