Coronavirus In West Bengal: করোনাভাইরাসের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হাওড়া জেলা হাসপাতালের সুপার
মআর বাঙুর হাসপাতাল (Photo: Twitter)

কলকাতা, ৯ এপ্রিল: করোনাভাইরাসের উপসর্গ (Corona symptoms) নিয়ে হাসপাতালে ভর্তি হলেন হাওড়া জেলা হাসপাতালের (Howrah Hospital) সুপার। তাঁকে এমআর বাঙুর হাসপাতালের (M R Bangur Hospital) আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। সুপারের পরিবারের সদস্যদের ইতিমধ্যেই কোয়ারান্টিনে পাঠানো হয়েছে। এছাড়া তাঁর সংস্পর্শে আসায় হোম কোয়ারান্টিনে গেছেন জেলা প্রশাসন এবং স্বাস্থ্য দপ্তরের বেশ কয়েকজন। সূত্রের আরও খবর, এই সংখ্যাটা কমবেশি ২০০।

সংবাদ প্রতিদিনের খবর অনুযায়ী, গত সোমবার হাওড়া হাসপাতালের সুপার জানিয়েছিলেন, জেলা হাসপাতালে কোনও করোনা রোগীকে ভর্তি নেওয়া হচ্ছে না। বন্ধ চিকিৎসাও। এই হাসপাতালে চিকিৎসা করাতে আসা কাউকে করোনায় আক্রান্ত হতে পারেন বলে সন্দেহ হলে তাঁদের সত্যবালা আইডি হাসপাতালে রেফার করা হচ্ছে। কারণ, সেখানেই আইসোলেশন ওয়ার্ড রয়েছে। হাওড়া হাসপাতালে করোনা আক্রান্ত রোগীর চিকিৎসা বন্ধ করা সত্ত্বেও সুপারের শরীরে করোনার উপসর্গ দেখা দেওয়ায় হাসপাতালেরই আরেক আধিকারিক তাঁকে এমআর বাঙুর হাসপাতালে এনে ভর্তি করান। আরও পড়ুন: Kolkata: অর্থনীতির হাল ফেরাতে বণিকসভার সঙ্গে আজ বৈঠকে মমতা ব্যানার্জি

সূত্রের খবর, হাওড়া জেলা হাসপাতালে এর আগে ভর্তি ছিলেন শালকিয়ার এক মহিলা। তাঁর রিপোর্ট করোনা পজিটিভ এসেছে। তিনি জেনারেল ওয়ার্ডে ভরতি ছিলেন। পরে মৃত্যু হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, ওই মহিলার চিকিৎসা চলাকালীন সুপার পরিদর্শনে গেছিলেন। এছাড়া জেলা হাসপাতালের নার্স, ডাক্তারসহ ৩০ জনকে ডুমুরজলা কোয়ারান্টিন সেন্টারে রাখা হয়েছে। জানা যাচ্ছে, ওই সেন্টারও নাকি পরিদর্শন করেছিলেন সুপার। সেখান থেকেও সংক্রমণের আশঙ্কা আছে।