আগামী ১৩ নভেম্বর বাংলার ৬ কেন্দ্রে উপনির্বাচন রয়েছে। আর এর মধ্যে অন্যতম মাদারিহাট। উত্তরবঙ্গের একাংশ এমনিতেই বিজেপির দখলে। তবে গত লোকসভায় বেশ কয়েকটি বিধানসভা আসনে দেখা গিয়েছিল ঘাসফুলের ঝড়। তাই সাংসদ মনোজ টিগ্গার আসন মাদারিহাটকে (Madarihat) বিশেষভাবে নজর দিতে চাইছে বঙ্গ বিজেপি নেতৃত্ব, কারণ এখনও এই আসনটি তাঁদেরই দখলেই রয়েছে। তবে উপনির্বাচনে মাদারিহাট সহ আরও দুই কেন্দ্রকে জয় করবে বলে আশাবাদী রাজ্য সভাপতি (Sukanta Majumder)। তাঁর মতে, এই এলাকাগুলিতে যদি শান্তিপূর্ণভাবে নির্বাচন হয় তাহলে কমপক্ষে ৩টি আসন জিতছে চলেছে বিজেপি।
এদিন মাদারিহাটের প্রার্থী রাহুল লোহারের (Rahul Lohar) জন্য প্রচারে বেরিয়েছিলেন সুকান্ত। পদযাত্রায় কর্মী সমর্থকদের বেশ ভালোই ভিড় ছিল। প্রচারে যাওয়ার আগে বাগডোগরা বিমানবন্দরে তিনি জানান, "মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বাদবাকি উপনির্বাচনে যে আচরণ ঘটিয়েছিল, সেসবের যদি পুনরাবৃত্তি না হয় তাহলে মাদারিহাট অবশ্যই জিতব। এবং আজই ভবিষ্যতবাণী করে দিচ্ছি যে ২০২৬-এর বিধানসভা নির্বাচনেও বিপুল ভোটে এই আসন বিজেপি জিতবে। নিরপেক্ষভাবে নির্বাচন হলে এই উপনির্বাচনে কমপক্ষে ৩টি আসন বিজেপি জিতবে"।
West Bengal: BJP West Bengal President and Union Minister of State, Sukanta Majumdar is campaigning in support of BJP candidate Rahul Lohar for the upcoming Madarihat Assembly constituency By-Election pic.twitter.com/WtiPsqsvY9
— IANS (@ians_india) November 8, 2024