প্রতীকী ছবি (Photo Credits: Flickr)

কল্যাণী, ৬ সেপ্টেম্বর: পাবজি (PUB G) খেলতে না পারায় রবিবার আত্মঘাতী হয় ২১ বছরের ছাত্র। নদীয়া জেলার কল্যাণীতে তার বাড়ি। ছাত্রের নাম প্রীতম হালদার, আইটিআই-র ছাত্র। চাকদহ পুলিশ স্টেশনের অন্তর্গত পূর্ব লালপুর এলাকায় তরুণের বাড়ি। আজ ঝুলন্ত অবস্থায় বাড়ি থেকে তার দেহ উদ্ধার হয়। সকালের খাবার খেয়ে সে তার নিজের ঘরে যায়, এরপরই এই কান্ড। এই ঘটনায় অত্যন্ত ভেঙে পড়েছেন পরিবার।

প্রীতমের মা জানান,''আমি যখন দুপুরে খেতে ডাকি দরজা ভিতর থেকে বন্ধ ছিল। অনেক ডাকাডাকির পরও ছেলে দরজা খোলেনি। দরজা ভেঙে ভিতরে ঢুকলে দেহ ফ্যানে ঝুলন্ত দেখতে পাই। প্রতিবেশীদের সকলকে খবর দিই।" প্রচন্ডভাবে ভেঙে পড়েছেন প্রীতমের মা। পুলিশ এই বিষয়ে তদন্ত করছে। রত্নাদেবী পুলিশকে জানিয়েছেন, পাবজি বন্ধ হওয়ার পর থেকেই অবসাদে ভুগছিল ছেলে। আরও পড়ুন, করোনা সংক্রমণের জেরে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত সম্পূর্ণ বন্ধ খড়্গপুর আইআইটি

প্রীতমের বাবা বিশ্বজিৎ হালদার একজন অবসরপ্রাপ্ত সেনাকর্মী ও তার মা গৃহিনী। তাদের একটি কন্যাসন্তানও রয়েছে।

দিনকয়েক আগে পাবজি সহ ১১৮ টি চিনা অ্যাপি ভারতে নিষিদ্ধ ঘোষণা করে কেন্দ্র সরকার।