Mamata Banerjee: ১০ লক্ষ পর্যন্ত ঋণ, 'গ্যারান্টার' লাগবে না, স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পের সূচনায় মুখ্যমন্ত্রী
ছবি এএনআই

কলকাতা, ৩০ জুন: 'কথা রাখাটাই আমাদের কথা, উন্নয়ন আমাদের কাজ ।' স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পের (Student Credit Card) সূচনা করে এমনই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্প থেকে এই কার্ড সংগ্রহের জন্য কাউকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত অপেক্ষা করতে হবে না । দশম শ্রেণি পাশ করলেই এই কার্ড সংগ্রহ করতে পারবে ছাত্রছাত্রীরা । এমনই জানান মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)।

ছাত্র ছাত্রীরা স্টুডেন্ট ক্রেডিট কার্ড থেকে লোন নিতে পারবে ১০ লক্ষ টাকা পর্যন্ত ।  এই লোন নেওয়ার ক্ষেত্রে কারও কোনও 'গ্যারান্টার' লাগবে না । রাজ্য সরকারই ওই লোন সংগ্রহকারীর 'গ্যারান্টার' বলেও আশ্বাস দেন মুখ্যমন্ত্রী (West Bnegal CM)।

আরও পড়ুন: COVID-19: ফের স্তব্ধ উড়ান, ৩০ জুলাই পর্যন্ত ভারতে বন্ধ আন্তর্জাতিক বিমান চলাচল

পাশপাশি দশম শ্রেণি থেকে স্নাতক, স্নাতকোত্তর পর্যন্ত কিংবা প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে পড়াশোনার জন্যও এই স্টুডেন্ট ক্রেডিট কার্ড থেকে লোন পাওয়া যাবে বলে জানান মুখ্যমন্ত্রী । ব্যাঙ্ক, কোঅপারেটিভ ব্যাঙ্ক থেকে এই স্টুডেন্ট ক্রেডিট কার্ডের লোন নেওয়া যাবে বলে জানান মুখ্যমন্ত্রী।