নির্বাচন কমিশনের নির্দেশ পালন না করায় রাজ্যজুড়ে এক হাজারেরও বেশি বুথ লেভেল অফিসারকে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছে। কমিশন সূত্রে জানা গিয়েছে, চলতি বছরের এপ্রিল মাস থেকে রাজ্যজুড়ে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছিল। সেই সময় থেকে শুরু করে ১৭ অক্টোবর পর্যন্ত প্রায় এক হাজারেরও বেশি বুথ লেভেল অফিসার কাজে যোগ দেননি। তাঁদের কারণ দর্শানোর চিঠি দেওয়া হয়েছে। নোটিসের জবাব সন্তোষজনক না হলে ১৯৫০ সালের জনপ্রতিনিধিত্ব আইন অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে কমিশন স্পষ্ট করেছে।

শীঘ্রই দেশজুড়ে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী -(SIR) প্রক্রিয়া শুরু হতে চলেছে। তার আগে পশ্চিমবঙ্গে এই পরিস্থিতি তৈরি হওয়ায় কমিশন রাজ্যের উপর কড়া নজরদারি শুরু করেছে। নিবিড় সংশোধন কর্মসূচী ’ বা SIR  সংক্রান্ত বিজ্ঞপ্তি জারির  আগে নির্বাচন কমিশন,   দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচনীআধিকারিকদের নিয়ে এক  বৈঠকে বসতে চলেছে। আজ ও আগামীকাল দিল্লির দ্বারকার ‘ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফডেমোক্রেসি অ্যান্ড ইলেকশন ম্যানেজমেন্ট’- IIIDEM-এ  দুদিনের এই  সম্মেলনেসব মুখ্য নির্বাচনী আধিকারিকদের উপস্থিতি বাধ্যতামূলক করা হয়েছে। তাঁদের সঙ্গেথাকতে হবে  ভোটার তালিকা সংশোধনেরদায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত বা যুগ্ম মুখ্য নির্বাচনী আধিকারিক এবং রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের মিডিয়া সমন্বয়কারীকেও।

পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিককে পাঠানো এক  চিঠিতে নির্বাচন কমিশনের তরফে বলা হয়েছে,   সম্মেলনেউপস্থিত প্রতিনিধিদের সঙ্গে  বিশদ আলোচনাকরে বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচীকে আরও কার্যকর ও স্বচ্ছ করার জন্য রূপরেখা তৈরিহবে। পাশাপাশি রাজ্যগুলির মধ্যে  কর্মপদ্ধতি বিনিময় ও ভোটার তালিকা প্রস্তুতিতে প্রযুক্তিনির্ভর উদ্যোগ নিয়েও বিস্তারিতপর্যালোচনা করা হবে বৈঠকে।    উল্লেখ্য, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনকর্মসূচীর  প্রস্তুতি শেষ পর্যায়ে বলেকমিশন জানিয়েছে।