কলকাতা, ৮ অগাস্ট: জেল জীবনে বেশ সমস্যায় পড়ছেন পার্থ চট্টোপাধ্যায়। জেলে জীবন কাটাতে গিয়ে পা ফুলে গেল প্রাক্তন মন্ত্রীর। ফোলা পা নিয়ে সেল থেকে বেরিয়ে শৌচাগারে যেতে পারছেন না পার্থ চট্টোপাধ্যায়। ফলে তাঁকে আলাদা করে জল তুলে দেওয়া হচ্ছে। সেই তুলে দেওয়া জলেই স্নান করছেন পার্থ চট্টোপাধ্যায়। জেলের বাইরে রাখা ড্রাম থেক জল দিয়ে আপাতত স্নান সারছেন প্রাক্তন মন্ত্রী।
জেল সূত্রে খবর, পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) প্রায় সারাদিনই ঘুমিয়ে কাটাচ্ছেন। স্নানের আগে পার্থর চেকআপে চিকিৎসক আসেন। সেই সময়ও তাঁকে ঘুমোতে দেখা যায়। তবে জেলে কী কী খাবার দেওয়া হচ্ছে পার্থ চট্টোপাধ্যায়? এমন প্রশ্নে গুঞ্জন শুরু হলে জানা যায়, রবিবার সকালে প্রাক্তন মন্ত্রীকে মাখন টোস্ট এবং বিস্কিট দেওয়া হয়।
আরও পড়ুন: Partha Chatterjee: জেলে 'বিপাকে' পার্থ, ফুলে গেল পা, হাঁটাচলায় সমস্যা প্রাক্তন মন্ত্রীর
রবিবার জেলের নিয়ম অনুযায়ী, দুপুরে এবং রাতে পার্থ চট্টোপাধ্যায়কে দেওয়া হয়, ভাত, ডাল, তরকারি এবং মাছের ঝোল। রাতে যাতে তাঁকে ভাত দেওয়া হয়, জেল কর্তৃপক্ষের কাছে তেমন আবেদন করেন পার্থ চট্টোপাধ্যায়। ফলে প্রাক্তন মন্ত্রীর আবেদন রবিবার রাতেও তাঁকে ভাত দেওয়া হয় খেতে।