কলকাতা, ২৯ জুলাই: অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee) ফ্ল্যাট থেকে ৪টি গাড়ির খোঁজ মিলছে না। কলকাতায় ডায়মন্ড সিটি কমপ্লেক্সে অর্পিতা মুখোপাধ্যায়ের যে ফ্ল্যাট রয়েছে, সেখান থেকেই খোঁজ মিলছে না ৪টি বিলাসবহু গাড়ির। পার্থ ঘনিষ্ঠ অর্পিতার গ্রেফতারির পরপরই ওই ৪টি গাড়ি নিখোঁজ হয়ে যায়। অর্পিতা মুখোপাধ্যায়ের ওই ৪টি বিলাসবহুল গাড়ি কোথায় গেল, সে বিষয়ে খোঁজ শুরু হয়েছে। নিরাপত্তা রক্ষীরা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখলে, অর্পিতার ওই ৪টি গাড়ির খোঁজ মিলতে পারে বলে মনে করা হচ্ছে।
শিক্ষক নিয়োগ দুর্নীতি (SSC Scam) মামলা প্রকাশ্যে আসতেই পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) টানা জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। পার্থর গ্রেফতারির পর তাঁর ঘনিষ্ঠ মডেল, অভিনেত্রীর টালিগঞ্জ এবং বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় বিপুল অর্থ। সেই সঙ্গে সোনা, গয়নাও বাজেয়াপ্ত করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
আরও পড়ুন: UK: 'অসুস্থ' যৌনচার, প্রস্থেটিক পেনিসের মাধ্যমে মহিলা, পুরুষের সঙ্গে 'সেক্স ' ট্রান্সজেন্ডারের
টালিগঞ্জ এবং বেলঘরিয়ার পর ইডি চিনার পার্কে অর্পিতা মুখোপাধ্যায়ের আরও একটি ফ্ল্যাটের সন্ধান পায়। তবে চিনার পার্কের ওই ফ্ল্যাটের সন্ধান পাওয়ার পরই সেখানে গিয়ে তা সিল করে দেন তদন্তকারী সংস্থার আধিকারিকরা।