Partha Chatterjee And Arpita Mukherjee (Photo: Twitter)

কলকাতা, ২৭ জুলাই: এবার অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee) বেলঘরিয়ার (Belgharia) রথতলার ফ্ল্যাট (Flat) থেকেও নগদ উদ্ধারের (Cash Recover) সম্ভাবনা। কারণ ব্যাঙ্ক থেকে টাকা গোনার মেশিন চেয়ে পাঠিয়েছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (Enforcement Directorate) আধিকারিকরা। আর সেই কারণেই তৈরি হয়েছে জল্পনা। আজ বেলা ১২টা নাগাদ বেলঘরিয়ার ক্লাব টাউন আবাসনের ৯ তলার ফ্ল্যাটে পৌঁছে যান ইডি-র আধিকারিকরা। কিন্তু ফ্ল্যাটটি তালা মারা অবস্থায় ছিল। খোঁজাখুঁজি করে চাবির খোঁজ না মেলায় ডাকা হয় এক চাবিওয়ালাকে। ঘণ্টাখানেক চেষ্টা করেও তিনি তালা ভাঙতে পারেননি। অতঃপর, ফ্ল্যাটের তালা ভেঙে ফেলেন তদন্তকারীরা। এরপর ঢুকে পড়েন অর্পিতার ফ্ল্যাটে। কিছুক্ষণের মধ্যেই সেখানে হাজির হয় ইডি-র আরও একটি দল। তাঁরা একটি প্রিন্টার সঙ্গে করে ঢুকে যান ফ্ল্যাটে।

সূত্রের খবর, এবার একটি শেলফ থেকে নোটের স্তূপ পাওয়া গিয়েছে। নোট কাউন্টিং মেশিন নিয়ে ব্যাঙ্ক আধিকারিকদের ঘটনাস্থলে দ্রুত আসতে বলা হয়েছে। গত শুক্রবার টালিগঞ্জের একটি অভিজাত আবাসনে অর্পিতার ফ্ল্যাট থেকে প্রায় ২১ কোটি টাকারও বেশি নগদ উদ্ধার করে ইডি। আরও পড়ুন: Mamata Banerjee: '২০২৪-এ ক্ষমতায় আসবে না বিজেপি,' বললেন আত্মবিশ্বাসী মুখ্যমন্ত্রী

সূত্রের খবর, ইডি আধিকারিকদের জেরায় অর্পিতা মুখোপাধ্যায় জানিয়েছেন যে রাজ্যের বিশাল শিক্ষক নিয়োগ কেলেঙ্কারি থেকে পাওয়া টাকা রাখা ছিল ওই ফ্ল্যাটে। তিনি আরও বলেছেন যে যে ঘরে নগদ রাখা হয়েছিল, সেখানে কেবল পার্থ চট্টোপাধ্যায় এবং তার লোকদের প্রবেশাধিকার ছিল।