কলকাতা, ২৭ জুলাই: এবার বেলঘরিয়ায় অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee) ফ্ল্যাটে হাজির এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) অফিসাররা। তাঁদের নিরাপত্তায় রয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও। জানা যাচ্ছে, অর্পিতার ফ্ল্যাটের দরজা বন্ধ রয়েছে। দরজা খোলার জন্য চাবি আনানোর চেষ্টা করছেন ইডির অফিসাররা। আজ সকালে জোকা ইএসআই হাসপাতালে মেডিক্যাল টেস্ট করাতে নিয়ে যাওয়া হয় পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতাকে।
একদিকে যখন পার্থ ও অর্পিতাকে মেডিক্যাল টেস্টের জন্য জোকা নিয়ে যাওয়া হয়। অন্যদিকে তখন বেলঘরিয়ায় রথতলা এলাকায় একটি অভিজাত আবাসনে অর্পিতার ফ্ল্যাটে হানা দেন ইডি-র একটি দল। কিন্তু সেই ফ্ল্যাটের দরজা বন্ধ থাকায় ঢুকতে পারেননি তদন্তকারীরা। চাবির খোঁজ করতে শুরু করেন তাঁরা। আবাসনের নিরাপত্তার দায়িত্বে থাকা লোকজনের সঙ্গেও কথা বলেন। আরও পড়ুন: SSC Recruitment Scam: এসএসসি-র নিয়োগ দুর্নীতি মামলায় ইডির দপ্তরে মানিক ভট্টাচার্য, দেখুন ভিডিও
#WATCH | Kolkata | West Bengal Min & former Education Min Partha Chatterjee and his close aide, Arpita Mukherjee brought to ESI Hospital for medical examination.
As per court order, their Medical check-up should be done after every 48 hours. They are in ED custody till August 3. pic.twitter.com/G5R5uBaLnU
— ANI (@ANI) July 27, 2022
টুইট:
Breaking : while Partho Chatterjee and Arpita have been taken to ESI Joka for medicals ED officers reach Arpita Mukherjee belgaria residence for search .
— Taanusree Bose তণুশ্রী বোস (@tanvibose) July 27, 2022
গত শুক্রবার টালিগঞ্জের একটি অভিজাত আবাসনে অর্পিতার ফ্ল্যাট থেকে প্রা. ২২ কোটি টাকারও বেশি নগদ উদ্ধার করে ইডি।