মাদক পাচার করতে গিয়ে মুর্শিদাবাদ (Murshidabad) পুলিশের হাতে ধরা পড়ল এক ব্যক্তি। গাড়ি থেকে উদ্ধার হয়েছে ১০ প্যাকেট নিষিদ্ধ মাদক। সবমিলিয়ে ৬৩.২ কেজি গাঁজা উদ্ধার হয়েছে এদিন। সেই সঙ্গে বাজেয়াপ্ত হয়েছে গাড়ি, টাকা ও স্মার্টফোন। পুলিশসূত্রে খবর, ধৃত ব্যক্তি হুগলির চুঁচুড়ার বাসিন্দা। রবিবার মাদক পাচার করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছে অভিযুক্ত। যদিও কোথায় সে যাচ্ছিল এবং এই চক্রে আরও কে কে জড়িত রয়েছে সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

গাড়ি থেকে উদ্ধার মাদক

জানা যাচ্ছে, এদিন মুর্শিদাবাদ পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপের কাছে গোপনসূত্র থেকে খবর আসে যে একটি প্রাইভেট গাড়িতে করে বিপুল পরিমাণে মাদক পাচার হচ্ছে। সেই খবর পেয়ে বাদশাহী রোড লাগোয়া বিভিন্ন থানায় আগে থেকেই খবর পাঠিয়ে দেওয়া হয়। রাস্তায় বাড়ানো হয় নজরদারি। আর তারপর খাড়গ্রাম থানা এলাকায় একটি গাড়িতে তল্লাশি অভিযান করতে গিয়ে উদ্ধার মাদকের প্যাকেট।

দেখুন পুলিশের বক্তব্য

আদালতে পেশ করা হবে অভিযুক্তকে

মুর্শিদাবাদ পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামীকাল অভিযুক্তকে আদালতে পেশ করে হেফাজতে নেওয়ার আবেদনে জানানো হবে। হেফাজতে নেওয়া হলে তাঁকে জেরা করে মাদক পাচার চক্রের বিষয়টি জানা যাবে।