আজ থেকে রাজ্যে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনীর কাজ শুরু হচ্ছে। কাল থেকে আগামী এক মাস ব্যাপী, বুথ লেভেল আধিকারিকেরা প্রত্যেক নাগরিকের বাড়ি বাড়ি গিয়ে এমুনারেশন ফর্ম দেবেন এবং পূরণের পর তা সংগ্রহ করবেন। এই প্রক্রিয়া চলবে ৪ঠা ডিসেম্বর পর্যন্ত। এদিকে এমুনরেশন ফর্ম বিতরণের পর্ব শুরু হওয়ার আগে আজ বিকেলে রাজের মুখ্য নির্বাচনে আধিকারিক সমস্ত জেলার জেলাশাসক তথা জেলা নির্বাচনী আধিকারিকের সঙ্গে বৈঠক করেন। এই পর্ব যাতে নির্বিঘ্নের সম্পন্ন হয় সে জন্য সব রকম ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। বিএলও-দের নিরাপত্তা নিশ্চিত করতে সব রকমের ব্যবস্থা নিতে হবে বলে মুখ্য নির্বাচনী আধিকারিক এর দপ্তর জেলা গুলিকে নির্দেশ দিয়েছে।
ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন SIR এর কাজ খতিয়ে দেখতে নির্বাচন কমিশনের এক প্রতিনিধি দল এরাজ্যে আসছেন। সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী (Gyanesh Bharati), প্রিন্সিপাল সেক্রেটারি এস বি জোশী (S B Joshi) এবং ডেপুটি সেক্রেটারি অভিনব আগরওয়াল সহ নির্বাচন কমিশনের তিন সদস্যের প্রতিনিধিদল আগামী ৫ থেকে ৮ নভেম্বর বাংলাদেশ সংলগ্ন জেলা গুলি কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে SIR এর কাজ খতিয়ে দেখবেন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল ওই প্রতিনিধি দলের সঙ্গে থাকবেন বলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রের খবর।