কলকাতা: আগামী ১৬ মার্চ পর্যন্ত পশ্চিমবঙ্গের প্রাক্তন শিক্ষামন্ত্রী (West Bengal Ex education minister) ও তৃণমূল কংগ্রেসের প্রাক্তন মহাসচিব (Ex Trinamool Congress secretary general) পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) থাকতে হবে বিচারবিভাগীয় হেফাজতে (judicial remand)। বৃহস্পতিবার এই রায়েই দিলেন সিবিআইয়ের বিশেষ আদালতের বিচারক (special CBI court)।
শিক্ষক নিয়োগ দুর্নীতি (West Bengal teachers recruitment scam) মামলায় গত বছরের আগস্ট মাস থেকে জেলবন্দি রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। তারপর থেকে বারবার তাঁর হেফাজতে থাকার মেয়াদ বৃদ্ধি পেয়েছে। বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের প্রাক্তন শিক্ষামন্ত্রীর আইনজীবীরা তাঁর জামিনের পক্ষে সওয়াল করলেও তাতে সাড়া দেননি সিবিআইয়ের বিশেষ আদালতের বিচারক। বরং বিচারবিভাগীয় হেফাজতের মেয়াদ আরও ১৪ দিন বাড়িয়ে দিয়েছেন। আরও পড়ুন: Adenovirus Update: আতঙ্কের কোন কারণ নেই, অ্যাডিনো ভাইরাস নিয়ে জানালেন মুখ্যমন্ত্রী
A special #CBI court extended the judicial remand of former #WestBengal education minister and ex-Trinamool Congress secretary general #ParthaChatterjee in connection with the multi-crore teachers' recruitment scam in the state till March 16. pic.twitter.com/SjrMIet8Ts
— IANS (@ians_india) March 2, 2023