রাজ্য অ্যাডিনো ভাইরাসের আক্রান্তের সংখ্যা ২। সাংবাদিক সম্মেলন করে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।শুধু এই ভাইরাস নয় এর পাশাপাশি রাজ্যে ১০ টি পালমোনারি হেমারহেজের সংখ্যাও রয়েছে বলে জানান তিনি। তবে এবিষয়ে মাথাব্যাথার কোন কারন নেই বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এছাড়া এগুলি মোকাবিলার ক্ষেত্রে ৫০০০ বেডও প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন মমতা।
তবে যেহেতু বাচ্চারা মাক্স পরতে পারেনা তাই ভাইরাস থেকে বাঁচতে তাদের ঘরে থাকা উচিত বলে মনে করেন তিনি। এর পাশাপাশি ২ বছর পর্যন্ত বাচ্চাদের বিশেষ যত্ন নেওয়ার কথা বলেন তিনি।
সম্প্রতি অ্যাডিনো ভাইরাস নিয়ে আতঙ্ক ছড়িয়েছে। বিদেশেও বিভিন্ন স্থানে ধরা পড়েছে এই ভাইরাস।তাই আগাম সতর্কতা হিসেবে সতর্ক সব রাজ্যই, নেওয়া হয়েছে ব্যবস্থা।
State has 2 adenovirus cases & 10 cases with pulmonary haemorrhage syndrome. There is no need to panic, we have arranged 5,000 beds. Since children cannot wear masks they need to be kept at home. Take special care of children up to 2 yrs: West Bengal CM Mamata Banerjee, Howrah pic.twitter.com/fxBROitH9c
— ANI (@ANI) March 2, 2023