তৃণমূল ছেড়ে বিজেপিতে ঢুকেছিলেন সহজেই। কিন্তু বিজেপি ছেড়ে ফের তৃণমূলে ঢুকতে সময়টা ভালোই লেগেছে। কয়েকবছর কার্যত নিজেকে গুটিয়ে রেখেছিলেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় (Sovan Chatterjee)। তবে মক্ষম সুয়োগ এল দুর্গাপুজোর কয়েকদিন আগে। রাতভর বৃষ্টিতে জলমগ্ন কলকাতায় ১০ জনের মৃত্যুর ঘটনা সামনে আসতেই সমালোচনা শুরু হয় কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে নিয়ে। শহরের নিকাশী ব্যবস্থার বেহাল দশা সামনে আসে। আর এই সুযোগকে কাজে লাগিয়ে কখনও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক, কখনও আবার দার্জিলিংয়ে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করলেন শোভন।

প্রশাসনিক পদ পেলেন শোভন

আর তাতেই খুলে গেল ভাগ্যের চাবিকাঠি। যে শোভন চট্টোপাধ্যায় বিগত কয়েকবছরে রাজনৈতিকভাবে অপ্রাসঙ্গিক হয়ে উঠছিলেন, তাঁকে দেওয়া হল নিউটাউন কলকাতা উন্নয়ন কর্তৃপক্ষের (NKDA) চেয়ারম্যান পদ। শুক্রবার আনুষ্ঠানিকভাবে সেই ঘোষণা করে দেওয়া হল। আগে এই পদটি সামলাচ্ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব তথা মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়। এবার সেই দায়িত্ব সামলাবেন শোভন। যদিও এখনও তাঁকে দলে যোগদান করানো হয়নি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সেই চমক বিধানসভা নির্বাচনের কয়েকমাস আগেই হবে।

মেয়র হওয়ার স্বপ্ন দেখছেন শোভন

তবে শোভন ঘনিষ্ঠদের মতে, তিনি আবারও মেয়র পদ ফিরে পেতে চেয়েছিলেন। কিন্তু ববিকে আচমকা পদ থেকে সড়িয়ে দিয়ে শোভনকে বসালে বিতর্ক আরও বেশি করে হত। তার ওপর ফিরহাদ সংখ্যালঘু নেতা, ফলে ভোটের আগে এই বিতর্ক থেকে এখন দূরেই থাকতে চাইছেন মমতা-অভিষেকরা। পাশাপাশি শোভনের আনুগত্য দেখানোর যথেষ্ট সময় রয়েছে। সেই পরীক্ষায় পাশ করলেই আবারও মেয়র পদ ফিরে পেতে পারেন শোভন চট্টোপাধ্যায়।