কলকাতা, ২০ জুনঃ ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) জমি বেআইনি ভাবে দখলের চেষ্টা। একই সঙ্গে জমির নিরাপত্তারক্ষীকে হুমকি দেওয়ার অভিযোগ উঠল কয়েকজন দুষ্কৃতির বিরুদ্ধে। সৌরভের আপ্তসহায়কের তরফে সোমবার দক্ষিণ ২৪ পরগণার মহেশতলা থানায় এফআইআর দায়ের করা হয়েছে।
আরও পড়ুনঃ রাম চরণের বাবা হওয়ার খুশিতে হাসপাতালের বাইরে অনুরাগীদের উদযাপন, চলল কেক কাটা, বেলুন উড়ানো
অভিযোগে বিসিসিআই প্রাক্তন সভাপতির (Former President of BCCI Sourav Ganguly) আপ্তসহায়ক তানিয়া ভট্টাচার্য জানান, পাঁচিল ঘেরা সৌরভের জমির গেটের তালা ভেঙে ভিতরে ঢোকেন একজন। জমির নিরাপত্তারক্ষী তাঁকে বাধা দেওয়ার চেষ্টা করলে উলটে নিরাপত্তারক্ষীকে ধরে মারধর করার অভিযোগও উঠেছে। শুধু তাই নয় নিরাপত্তার দায়িত্বে থাকা ওই ব্যক্তিকে ফোন করে হুমকি এবং গালিগালাচের করা হয়েছে বলেও জানান তানিয়া। ঘটনার তদন্ত শুরু করেছে মহেশতলা থানার পুলিশ। তদন্তে পুলিশের কাছে অন্য কথা বলেন অভিযুক্ত সুপ্রিয় ভৌমিক। পুলিশকে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগের পাল্টা অভিযোগে তিনি জানায়, নিরাপত্তারক্ষী কিছু দুষ্কর্মে বাধা দিয়েছিলেন তিনি। আর সেই কারণেই তাঁর বিরুদ্ধে মিথ্যে অভিযোগ তুলে তাঁকে ফাঁসানো হচ্ছে।
সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) সে জমি নিয়ে বিবাদ তৈরি হয়েছে সেটি বাটানগরে। সেখানে একটি স্কুল তৈরির পরিকল্পনা রয়েছে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়কের। সেই পরিকল্পনা মত জমিতে স্কুল তৈরির কাজ শুরুও হয়েছে। কিন্তু মাঝ পথেই জমি নিয়ে পুলিশি ঝামেলায় জড়ালেন সৌরভ।