কলকাতা, ১১ জুলাই: দীর্ঘ অপেক্ষার অবসান। হাওড়া ময়দান থেকে ভার্চুয়াল মাধ্যমে ইস্ট-ওয়েস্ট মেট্রোর (East-West Metro) শিয়ালদা স্টেশনের (Sealdah Station) উদ্বোধন করলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি (Smriti Irani)। শিয়ালদা থেকে প্রথম মেট্রো রওনা হল সল্টলেক সেক্টর ফাইভের উদ্দেশে। শিয়ালদা থেকে যাত্রীবিহীন ট্রেন রওনা হয়। বৃহস্পতিবার থেকে যাত্রী পরিষেবা শুরু হবে।
ইস্ট ওয়েস্ট মেট্রোর উদ্বোধন করার আগে শিয়ালদা স্টেশন ঘুরে দেখেন কেন্দ্রীয় নারী এবং শিশু কল্যাণমন্ত্রী স্মৃতি ইরানি। কথা বলেন মেট্রো রেলের আধিকারিকদের সঙ্গে। জেনে নেন স্টেশনের নিরাপত্তা-সহ অন্য পরিষেবা সম্পর্কে।
#RailInfra_Kolkata#Metro4Connectivity#MetroAtSealdah#TransformingKolkata
Smriti Zubin Irani, Hon’ble Minister of Women & Child Development and Minority Affairs visiting Sealdah Metro station. pic.twitter.com/UDDCEryrPU
— Metro Rail Kolkata (@metrorailwaykol) July 11, 2022
Bolstering Metro Connectivity in Kolkata!
Providing a convenient & comfortable journey, the extension of Kolkata metro from Phoolbagan to Sealdah will benefit lakhs of passengers commuting on this route. pic.twitter.com/8GP5RDW9qW
— Ministry of Railways (@RailMinIndia) July 11, 2022
শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত ২১ মিনিটের যাত্রাপথের ন্যূনতম ভাড়া ১০ টাকা। সর্বোচ্চ ভাড়া ২০ টাকা। শিয়ালদা স্টেশনে থাকছে ৯টি সিঁড়ি, ১৮টি এসক্যালেটর। শিয়ালদা স্টেশনে যাতায়াতের সুবিধার জন্যে থাকছে মোট ৫টি লিফট
যাত্রীদের সুবিধার জন্য শিয়ালদা স্টেশনে ২৭টি টিকিট কাউন্টার থাকছে। শিয়ালদা স্টেশনের প্ল্যাটফর্মের দু’পাশেই থাকবে যাত্রীদের ওঠা-নামার সুবিধা।