একদিকে বিমান চলাচল চলছে। এদিকে আবার বৃহস্পতিবার সকাল থেকেই শহরের আকাশ মেঘলা। ঝড়বৃষ্টি লেগেই রয়েছে। ফলে সতর্কতার সঙ্গে বিমান ওঠানামা করছে। এই অবস্থায় কলকাতা বিমানবন্দরের (Kolkata Airport) রানওয়েতে আচমকাই জ্বলে উঠল আগুন। তবে সেই নিয়ে কোনও দুঃশ্চিন্তার কারণ নেই। কারণ এদিন বিমানবন্দরে অনুষ্ঠিত হল হট ফায়ার ড্রিল। আর আই বিশেষ মহড়ার নেতৃত্ব দেন বিমানবন্দরের ডিরেক্টর ডঃ পি আর বেউরিয়া। দুর্ঘটনা ঘটলে বা আগুন লাগলে কীভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হবে, সেই বিষয়ে কর্মীদের মহড়া দেওয়া হচ্ছিল।
কলকাতা বিমানবন্দরে চলে হট ফায়ার ড্রিল
জানা যাচ্ছে, এদিনের মহড়ায় যোগ দিয়েছিলেন ১৬ জন এয়ারক্রাফ্ট রেসকিউ অ্যান্ড ফায়ার ফাইটিং কর্মী এবং ৯ জন সিআইএসএফ জওয়ানরা। এছাড়া দুটি এআরএফএফ ও অ্যাম্বুলেন্সের গাড়িও ঘটনাস্থলে ছিল। এই মহড়ার মূল উদ্দেশ্য ছিল, কীভাবে জরুরি অবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে আহতদের উদ্ধার করা হবে। সেই সংক্রান্ত প্রশিক্ষণ দেওয়া হচ্ছিল এদিন
দেখুন ভিডিয়ো
#WATCH | West Bengal: Simulated Emergency Exercise Conducted at Kolkata Airport as part of the Airport's monthly emergency preparedness routine.
A hot fire drill is a full-scale emergency simulation where multiple agencies perform their designated roles as they would in a… pic.twitter.com/pE7rvSplc5
— ANI (@ANI) May 29, 2025
প্রশিক্ষণ চলে জোড়কদমে
মহড়ার সময়সীমা অনুযায়ী দুর্ঘটনার খবর পাওয়ার ১৩৮ সেকেন্ডের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা মূল লক্ষ্য ছিল। সেক্ষেত্রে বাস্তব পরিস্থিতি অনুযায়ী জলন্ত আগুন কীভাবে নেভানো হবে তার প্রশিক্ষণ দেওয়া হয়।