WB Assembly Elections 2021: আসন্ন বিধানসভা নির্বাচনে মঙ্গলকোট নয়, মমতার কাছে দরবার সিদ্দিকুল্লার
সিদ্দিকুল্লা চৌধুরি (Photo Credits: Facebook)

বর্ধমান, ২৬ অক্টোবর: মঙ্গলকোট থেকে আর বিধানসভা নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করবেন না। একুশের ভোটে লড়াই ইচ্ছে রয়েছে, তবে তা বর্ধমানের কোনও বিধানসভা কেন্দ্র হোক। তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একথাই জানিয়েছেন মঙ্গলকোটের বিধায়ক তথা রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরি (Siddikulla Chowdhury)। নাম না করেই অনুব্রত মণ্ডলকে নিশানায় রেখে গতকাল পূর্ব বর্ধমানের সার্কিট হাউসে এক সাংবাদিক সম্মেলন ন। জমিয়তে উলেমায়ে হিন্দের নেতা বলেন, “মঙ্গলকোটের মাটি উত্তপ্ত করা হচ্ছে। বীরভূম থেকে গরম খাওয়ানো হচ্ছে। মুখ্যমন্ত্রীকে জানিয়েছি মঙ্গলকোট থেকে বিধানসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করব না।” বিধায়ক তহবিলের টাকায় মঙ্গলকোটে চারটি চুল্লি তৈরির পরিকল্পনা তাঁর ছিল। তবে দলের কয়েকজনের চেষ্টায় তা বাস্তবায়িত হয়নি। আরও পড়ুন-JP Nadda Slams Mamata Banerjee: ‘দিদি এখন স্কুটারে ঘুরছেন, এবার পায়ে হেঁটে ঘুরতে হবে’, তোপ নাড্ডার

বীরভূমজেলা তৃণমূলের সভাপতি হলেন অনুব্রত মন্ডল। বীরভূমের পাশাপাশি পূর্ব বর্ধমানের আউশগ্রাম, কেতুগ্রাম ও মঙ্গলকোটের সাংগঠনিক দায়িত্বে রয়েছেন তিনি। অনুব্রত মন্ডলের সঙ্গে সিদ্দিকুল্লা চৌধুরির দ্বৈরথ সকলেরই জানা। এ অনেক পুরোনো লড়াই। মঙ্গলকোটে সিদ্দিকুল্লা চৌধুরি নমিনেশন পেলে ভোটে অন্তর্ঘাত হতে পারে, এমনটাই মনে করছেন মন্ত্রী ঘনিষ্ঠরা। তবে এতকিছু বললেও বর্ধমানের ভূমিপুত্র কিন্তু একবারও অনুব্রত মন্ডলের না উচ্চারণ করেননি।। এমনকী বিষয়টি কানে আসার পর এনিয়ে মুকে কুলুপ এঁটেছেন বীরভূমের কেষ্ট মন্ডলও।