Sheikh Shahjahan: জেল হেফাজতের মেয়াদ বাড়ল শাহজাহানের! আদালতের সামনে কান্নায় ভেঙে পড়লেন সন্দেশখালির বাঘ, দেখুন ভিডিও

বসিরহাট, ২৪ এপ্রিল: জেলবন্দি সন্দেশখালির বাঘ শেখ শাহজাহান (Sheikh Shahjahan)। কেন্দ্রীয় এজেন্সির হেফাজতে রয়েছেন তিনি। বুধবার তাঁকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়েছিল। এদিন সকালেই তাঁকে প্রিজন ভ্যানে করে আনা হয়। আদালত তাঁকে আর ১৪ দিনের ইডি হেফাজতে রাখার নির্দেশ দেয়। আর তারপরেই কান্নায় ভেঙে পড়েন তিনি।

এদিন প্রিজন ভ্যানে থাকাকালিন পরিবার ও সমর্থকদের সঙ্গে দেখা করেন শাহজাহান। রায় দেওয়ার পর তড়িঘড়ি তাঁকে জেলে নিয়ে যাওয়া হয়। মাঝের এই সময়টুকু পরিবারের খবর নেন তিনি। তবে আগের মতো সেই দম্ভ আর নেই। বরং অনেকটাই ভেঙে পড়েছেন তিনি। তবে এরমধ্যে সাংবাদিকদের কোনও প্রশ্নের উত্তর দিতে দেখা যায় না।

প্রসঙ্গত, রেশন দুর্নীতি মামলায় শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে হেনস্থা হতে হয় ইডি আধিকারিকদের। তারপর থেকেই বেপাত্তা ছিল সন্দেশখালির এই তৃণমূল নেতা। এই ঘটনার ৫৫ দিন পর রাজ্য পুলিশ গ্রেফতার করে তাঁকে। তারপর হাইকোর্টের নির্দেশে সিবিআইয়ের হাতে তোলা হয় শাহজাহানকে। এরপরই দুই কেন্দ্রীয় এজেন্সি যৌথভাবে এই মামলার তদন্ত করছে।