কলকাতা, ২০ সেপ্টেম্বর: SFI Protest Rally Against ABVP- BJP: গতকাল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বাবুল সুপ্রিয়র ওপর নিগ্রহের প্রতিবাদে আজ পথে নেমেছে বিজেপি। বাবুল সুপ্রিয়র বাম ছাত্র- ছাত্রীদের ওপর অভব্য আচরণের বিরুদ্ধে আজ পথে নামেন এসএফআই সহ অন্যান্য বাম ছাত্র- ছাত্রীরাও। ঢাকুরিয়া থেকে ক্যাম্পাস পর্যন্ত মিছিল করেন তাঁরা। মিছিল ও পাল্টা মিছিল ঘিরে সরগরম যাদবপুর। এদিন যাদবপুর থানায় এফআইআর দায়ের করেছে এসএফআই। আরএসএস -র হামলার পাশাপাশি পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছে এসএফআই। এদিন এসএফআই (SFI) রাজ্যসম্পাদক সৃজন ভট্টাচার্য (Srijan Bhattacharjee) মিছিলে জানান, 'কাল এক কেন্দ্রীয় মন্ত্রী যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভিতরে এসে কয়েকঘন্টা ধরে যেভাবে প্ররোচনা ছড়িয়েছেন, উস্কানি দিয়েছেন, এবিভিপি আর্টস ফ্যাকাল্টির ইউনিয়ন রুম ভেঙে দিয়েছে তার বিরোধিতা করে আজ এই প্রতিবাদ মিছিল।'
তিনি আরও জানান, 'হাতে বিজেপির পতাকা নিয়ে জনরোষ হয়না। হাতে রড, অ্যাসিড বাল্ব, বিজেপির পতাকা নিয়ে লোকে জনরোষ নাকি এবিভিপি ও বিজেপির সংগঠিত গুন্ডামি তা বেআব্রু হয়ে যাবে। ঘটনার পুরো তদন্ত হোক।' আরও পড়ুন, সাড়ে ৬ ঘণ্টা পর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে মুক্ত বাবুল সুপ্রিয়
এদিকে বৃহস্পতিবারের ঘটনার পরিপ্রেক্ষিতে থানায় গেল দুই পক্ষই। রাতেই বিক্ষোভকারী পড়ুয়াদের বিরুদ্ধে যাদবপুর থানায় অভিযোগ দায়ের করে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (ABVP)। শুক্রবার সকালে পালটা অভিযোগ দায়ের করেছে এসএফআই। তাঁকে হেনস্থার কথা জানিয়ে শুক্রবার থানায় অভিযোগ দায়ের করেছেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পলও।
বৃহস্পতিবার Akhil Bharatiya Vidyarthi Parishad (ABVP)-র উদ্যোগে আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে যোগ দিতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আসেন আসানসোলের (Asansol) সাংসদ। তাঁকে বিশ্ববিদ্যালয় চত্বরে প্রবেশ করতে বাধা দেন ছাত্র ছাত্রীরা। কেন্দ্রীয় মন্ত্রীর উদ্দেশ্যে ‘গো ব্যাক’ স্লোগানও দিতে শোনা যায়। পরিস্থিতি এতটাই খারাপ হয় যে বাবুল সুপ্রিয় মাটিতে পড়ে যান। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করেছিল ABVP (Akhil Bharatiya Vidyarthi Parishad)। সেই অনুষ্ঠানেই সংগীত শিল্পী হিসেবে যোগ দিতে আসেন বাবুল সুপ্রিয়।