দার্জিলিং, ৪ জানুয়ারি: মরশুমের প্রথম তুষারপাত (Snowfall) হল দার্জিলিঙের টাইগার হিলে (Tiger Hill)। ভূস্বর্গের সৌন্দর্য্য যেন ধরা পড়ল এই শৈলশহরে। কয়েক দিন ধরেই এই তুষারপাতের অপেক্ষাতেই ছিলেন পর্যটকরা। শনিবার সেই সাধও মিটল পর্যটকদের। এ নিয়ে পর পর দু’বছর দার্জিলিঙে (Darjeeling) বরফ পড়ল। আনন্দবাজারের খবর অনুযায়ী, ১০ বছর পর গতবার ডিসেম্বরের শেষে তুষারপাত হয়েছিল। এ বার জানুয়ারির শুরুতে দার্জিলিঙের টাইগার হিলের রাস্তায় ইতি উতি বরফ পড়ে থাকতে দেখা গেল। হাতের নাগালে বরফ পেয়ে বেজায় খুশি পর্যটকরা। গাড়ি থামিয়ে বরফ নিয়ে ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েন অনেকেই।
শনিবার সকালে অবশ্য দার্জিলিং থেকেই স্পষ্ট দেখা গিয়েছে কাঞ্চনজঙ্ঘা। বাতাসিয়ালুপ এবং ম্যালের আশপাশে কাঞ্চনজঙ্ঘা দেখতে ভিড় করেছিলেন পর্যটকরা। সান্দাকফু এবং টাইগার হিলের পাশাপাশি এ দিনও লাচেন-সহ সিকিমের বিভিন্ন জায়গাতেও বরফ পড়ছে। সেই সঙ্গে চলছে বৃষ্টিপাতও। শুক্রবারই তুষারপাত হয়েছিল সান্দাকফুতে। দার্জিলিংয়েও তুষারপাতের সম্ভাবনার কথা জানিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। সেই মতোই আজ যেন প্রতীক্ষার অবসান। আরও পড়ুন: Sara Ali Khan: প্রবল ঠান্ডায় উত্তপ্ত ইনস্টাগ্রাম, মালদ্বীপে হট বিকিনিতে পরিবারের সঙ্গে ছুটি কাটাচ্ছেন সারা আলি খান
গত বছরের মতো এ বারও তুষারপাতের সাক্ষী হল দার্জিলিং। তুষারপাতের পাশাপাশি আজ সারাদিন ধরেই বৃষ্টিতে ভেজে উত্তরের জেলাগুলি।