কলকাতাঃ আচমকা বাতিল ট্রেন(TRain Cancelled)। আর তার জেরেই ক্ষোভে ফেটে পড়েছেন যাত্রীরা(Passengers)। বিশৃঙ্খলা শিলায়দহ-বারুইপুর(Sealdah-Baruipur) শাখায়। অবরুদ্ধ রেললাইন। থমকে পরিষেবা। জানা গিয়েছে,যান্ত্রিক ত্রুটির কারণে বাতিল করে দেওয়া হয় রবিবার(Sunday) সকাল ৬.৮ মিনিটের বারুইপুর লোকাল(Baruipur Local)। এরই মধ্যে খবর মেলে, অন্য একটি ট্রেন থেকে পড়ে গিয়েছে এক মহিলা। এরপরই ক্ষোভের আগুন ছড়ায় যাত্রীদের মধ্যে। সুভাষগ্রাম স্টেশনে শুরু হয়ে যায় বিক্ষোভ। যার জেরে আপ ও ডাউন লাইনে ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। প্রভাব পড়ে বারুইপুর, লক্ষীকান্তপুর, ডায়মন্ড হারবার লাইনে। উত্তেজিত জনতাকে নিয়ন্ত্রণ করতে কার্যত বেগ পেতে হয় আরপিএফদের। শুরু হয় বচসা। দ্রুত ট্রেন পরিষেবা ঠিক করার দাবিতে বিক্ষোভ দেখাতে থাকেন যাত্রীরা। আন্দোলনকারীদের চাপে পিছু হটতে বাধ্য হয় রেল পুলিশ। রবিবার হলেও অন্যান্য দিনের মতোই সকাল থেকে ভিড় ছিল সুভাষগ্রাম স্টেশনে। এর মাঝে ট্রেন বাতিল করে দেওয়াতেই যাত্রীদের মধ্যে ক্ষোভ ছড়ায়। জানা গিয়েছে, দুপুরের মধ্যে ট্রেন চলাচল স্বাভাবিক করার আশ্বাস দেওয়া হয়েছে আরপিএফের তরফে।