Sealdah-Kanchanjungha Express Accident (Photo Credits: X)

শিয়ালদহ যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস (Sealdah-Kanchanjungha Express Accident)। পিছন থেকে মালগাড়ি এসে ধাক্কা দেয় দূরপাল্লার ট্রেনটিতে। লাইন থেকে ছিটকে যায় পিছনের দুটি কামরা। সোমবার সকালে রাঙাপানি স্টেশনের কাছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনা বারবার করে মনে করাচ্ছে গত বছরের করমন্ডল দুর্ঘটনার ভয়াবহ স্মৃতি। এখনও অবধি ৫ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন দার্জিলিং পুলিশের অতিরিক্ত এসপি অভিষেক রায়। আহতের সংখ্যা ৩০ ছাড়িয়েছে। ঘটনার মৃত এবং আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে অনুমান করা হচ্ছে। দুর্ঘটনার পরেই পূর্ব রেল কর্তৃপক্ষের তরফে রাঙাপানি স্টেশনে দুটি হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ১৩১৭৪ দুর্ঘটনার কবলে পড়ায় সেই ট্রেনে থাকা আত্মীয়-পরিজনের খবর পেতে রেলের ০৩৩২৩৫০৮৭৯৪ এবং ০৩৩২৩৮৩৩৩২৬ নম্বরে যোগাযোগ করতে পারবে তাঁদের পরিবার।

আরও পড়ুনঃ  দার্জিলিংয়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ভয়াবহ দুর্ঘটনায় মৃত ৫, আহত ২৫, উদ্বেগ প্রকাশ রেলমন্ত্রীর

সোমবার সকাল থেকে শিলিগুড়িতে বৃষ্টি শুরু হয়েছে মুষলধারে। ফলে দুর্ঘটনার পর উদ্ধার কাজে বাধা সৃষ্টি করছে বৃষ্টি। কলকাতা এবং শিলিগুড়ি যোগাযোগের মেন লাইনে সপ্তাহের প্রথম দিনে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ফলে উদ্ধার কাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত ওই লাইনে আপাতত দূরপাল্লার ট্রেন চলাচল করতে পারবে না।

দুর্ঘটনার ভয়াবহ চিত্র... 

দুর্ঘটনার খবর পেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এক্স হ্যান্ডেলে উদ্বেগ প্রকাশ করে জানান, যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ চলছে। স্থানীয়রা জানাচ্ছে, পিছন থেকে একটি মালগাড়ি এসে কাঞ্চনজঙ্ঘায় ধাক্কা পারে। সংঘর্ষের তীব্রতার জেরে এক্সপ্রেসের পিছনের দুটি বগি লাইনচ্যুত হয়ে পাশের রেললাইনের উপর দুমড়ে মুচড়ে পড়ে রয়েছে। আরও একটি বগি আকাশের দিকে উঠে রয়েছে। তার নীচে ঢুকে রয়েছে মালগাড়ি। দুর্ঘটনাটি কীভাবে ঘটল খতিয়ে দেখা হচ্ছে সেই কারণ। কারই গা ফিলতিতে বাংলা আরও একটি ট্রেন দুর্ঘটনার সাক্ষী হল!