Scottish Church College (Photo Credit: X)

কলকাতা: স্কটিশ চার্চ কলেজে (Scottish Church College) ছাত্রীদের অশ্লীল মেসেজ পাঠিয়ে উত্ত্যক্ত করার অভিযোগে শিক্ষকে সাসপেন্ড (Suspend)। স্কটিশ চার্চ কলেজের শারীরিক শিক্ষার একজন শিক্ষক দ্বিতীয় বর্ষের এক ছাত্রীকে মেসেজ পাঠিয়ে উত্যক্ত করত বলে জানা গিয়েছে। পড়ুয়াদের তরফে দাবি করা হয়, গত কয়েক মাস ধরে আরও কিছু ছাত্রীদের উত্ত্যক্ত করছিলেন অভিযুক্ত শিক্ষক। শিক্ষার্থীদের অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে আন্দোলন এবং লিখিত অভিযোগের পর বৃহস্পতিবার কলেজ কর্তৃপক্ষ অভিযুক্তকে বরখাস্ত করেছে।

অভিযোগ উঠেছে কলকাতার বাইরে থেকে আসা গরিব ছাত্রীদের নিশানা করেন ওই অধ্যাপক। ছাত্রীরা লোকলজ্জার ভয়ে মুখ খুলতে চাইত না। ওই শিক্ষক উনি কয়েকজন ছাত্রীকে লাগাতার অশালীন মেসেজ পাঠিয়ে যাচ্ছিলেন। তাদের ঘনিষ্ঠ হওয়ার প্রস্তাব দিচ্ছিলেন এমন অভিযোগ ওঠে শিক্ষকের বিরুদ্ধে।