WhatsApp (Photo Credits Pixabay)

কলকাতার অন্যতম নামকরা কলেজ হল স্কটিশ চার্চ কলেজ (Scottish Church College)। এবার সেই কলেজের অধ্যাপক ঘটিয়ে ফেলল এক বিশ্রী ঘটনা। দিনের পর দিন একাধিক ছাত্রীকে অশালীন মেসেজ পাঠিয়ে বিরক্ত করতেন। আর সেই অধ্যাপকের কুকীর্তি ফাঁস হতেই চাঞ্চল্য ছড়ালো কলেজ চত্বরে। প্রতিবাদে সরব কলেজের বাকি পড়ুয়ারা। বৃহস্পতিবার সকাল থেকেই কলেজের মেন গেটের সামনে অধ্যক্ষ, সহ অধ্যক্ষের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন পড়ুয়ারা। যদিও এদিন চাপে পড়ে অবশেষে কলেজ কর্তৃপক্ষ অভিযুক্ত অধ্যাপককে সাসপেন্ড ও থানায় তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। সেই অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই শুরু হয়েছে তদন্ত।

জানা যাচ্ছে, অভিযুক্ত অধ্যাপক শারীরশিক্ষার বিভাগের কর্মরত ছিলেন। তাঁর বিরুদ্ধে অভিযোগ যে তিনি দরিদ্র পরিবারের পড়ুয়া বা পড়াশুনোর খুব একটা মেধাবী নয় এমন পড়ুয়াদের চাকরি দেওয়া বা পরীক্ষায় ভালো নম্বর দেওয়ার প্রতিশ্রুতি নিয়ে কুপ্রস্তাব বা অশালীন মেসেজ করতেন। এর আগেও তাঁর বিরুদ্ধে এরকম অভিযোগ উঠেছিল। জানা যাচ্ছে তখন কলেজ কর্তৃপক্ষ সেভাবে গুরুত্ব দেননি। তবে এবার ওই অধ্যাপকের একটি চ্যাটের স্ক্রিনশট ভাইরাল হতেই ফের উত্তপ্ত হয় পরিস্থিতি।