School Van accident (Photo Credit: Facebook)

মুর্শিদাবাদে বেহাল রাস্তাতেই এবার উল্টে গেল স্কুল ভ্যান। গত বুধবার সকালে স্কুল শেষে বাড়ি ফেরার পথে যাওয়ার সময় আচমকা উল্টে যায় স্কুল ভ্যানটি। রাস্তার বেহাল দশার কারণেই ভ্যানটি উল্টে যায়। এই ঘটনায় রীতিমতো ক্ষুব্ধ এলাকার বাসিন্দারা।ঘটনায় অভিযোগ দেখানো স্থানীয় বাসিন্দারা বলছেন, অনুদান বা ভাতা নয়, রাস্তা ও সার্বিক উন্নয়ন হোক সবার আগে।

ভিডিওতে যে রাস্তা দেখা গেছে সেটি মুর্শিদাবাদ জেলার নবগ্রামের পলসন্ডা থেকে লালবাগ সদরঘাট যাওয়ার ব্যস্ততম সড়ক। বর্তমানে সেই রাস্তাটি একাধিক খানাখন্দে ভর্তি। তৈরি হয়েছে মরণফাঁদ। প্রতিদিন এই রাস্তায় স্কুল পড়ুয়া, সাধারণ মানুষ, গাড়ি চালক এমনকী পর্যটকরাও দুর্ঘটনার শিকার হচ্ছেন। এই রাস্তার ধারে একাধিক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান যেমন- স্কুল, স্বাস্থ্যকেন্দ্র, ব্যাঙ্ক, কিরীটেশ্বরী মন্দির ও গ্রাম পঞ্চায়েত অফিস রয়েছে। যাতায়াত করতে হয় স্থানীয় বাসিন্দাদের। অথচ রাস্তার বেহাল দশার কারণে যানবাহন চলাচল তো বটেই! পায়ে হাঁটাও হয়ে উঠেছে দুঃসাধ্য। এমনকি বড় বড় গর্তে পড়ে যানবাহনের চাকা আটকে যাচ্ছে, ঘটছে একের পর এক দুর্ঘটনা।

স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তার এই দুরবস্থা চললেও প্রশাসনের তরফ থেকে স্থায়ী কোনও পদক্ষেপ করা হয়নি। রাস্তার গর্ত ভরতে মাঝেমধ্যে ইট বা ভাঙা রাবিশ ফেলে সাময়িকভাবে পরিস্থিতি সামাল দেওয়া হচ্ছে, কিন্তু দু-এক দিনের মধ্যেই তা উঠে গিয়ে পুনরায় বিপজ্জনক হয়ে উঠছে রাস্তা!