সুপ্রিমকোর্ট( Photo Credit-PTI)

১৬ মে, ২০১৯:‌ শুক্রবার সকাল সাড়ে দশটায় কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমার (Rajib Kumar) মামলার রায় জানাবে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব খান্না(Sanjiv Khanna) রায় ঘোষণা করবেন বলে জানা গিয়েছে। শেষ দফা ভোটের ঠিক আগে রাজীব কুমার মামলার রায়দানের দিকে তাকিয়ে আছে রাজনৈতিক মহল।

বুধবারই নির্বাচন কমিশন (Election commission)কলকাতার প্রাক্তন পুলিস কমিশনার রাজীব কুমারকে কলকাতা থেকে সরিয়ে দিল্লিতে পাঠানোর নির্দেশ জারি করেছিল। সেই নির্দেশ মত বৃহস্পতিবার সকাল ১০টার মধ্যে তাঁকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে রিপোর্ট করার কথা ছিল। সূত্রের খবর তিনি নির্ধারিত সময়ে সেখানে পৌঁছতে পারেননি। কয়েক মিনিটের জন্য নর্থ ব্লকে হাজিরা দেওয়ার পর বঙ্গভবনে ঘরের মধ্যেই নিজেকে বন্দি করে রাখেন রাজীব।

চিটফান্ড কেলেঙ্কারিতে কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারের বিরুদ্ধে তদন্ত করছিল সিবিআই। সুপ্রিম কোর্টের নির্দেশেই রাজীবকে শিলং-এ গিয়ে সিবিআই-এর জেরার মুখোমুখি হতে হয়। তারপর দীর্ঘ শুনানি হয় সুপ্রিম কোর্টে(Supreme court)। সেই শুনানিতে সিবিআই রাজীবকে নিজেদের হেফাজতে নিয়ে আবেদন জানায়। ২ মে রায় ঘোষণার কথা থাকলেও তা পিছিয়ে দেয় সুপ্রিম কোর্ট। এই রায়ের উপরেই নির্ভর করছে রাজীব কুমারের গ্রেপ্তারি।