কলকাতা, ১৫ মার্চ: গতকাল রাতে কালিঘাটের বাড়িতে পড়ে গিয়ে মাথায় চোট পান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আপাতত তাঁর অবস্থা স্থীতিশীল বলেই জানিয়েছেন চিকিৎসকরা। কিন্তু তিনি পড়ে কিভাবে গেলেন, এই নিয়ে বিভিন্ন তত্ত্ব সামনে আসছে। এমনকী এও শোনা যাচ্ছে যে তৃণমূল সুপ্রিমোকে কেউ পেছন থেকে ধাক্কা মেরেছেন।

তবে এই ধরণের তত্ত্ব যে ভিত্তিহীন, তা স্পষ্ট করলেন মন্ত্রী শশী পাঁজা (Sashi Panja)। তিনি বলেন, মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থা এখনও স্থীতিশীল। তবে ওনাকে পেছন থেকে কেউ ধাক্কা মেরেছেন, এমন ধারণা একেবারেই যুক্তিসঙ্গত নয়। উনিও মানুষ. বিভিন্ন কাজে বাইরে বাইরে ঘুরছেন, সেভাবে বিশ্রাম নিতে পারছেন না। এমনটা হতেই পারে যে মাথা ঘুরে পড়ে গিয়েছে। তবে মুখ্যমন্ত্রী সুস্থ হয়ে উঠলেই এই বিষয়টা ভালোভাবে জানা যাবে। আপাতত উনি সুস্থ হয়ে উঠছে।

প্রসঙ্গত, গতকাল রাতে পড়ে যাওয়ার পর তড়িঘড়ি মুখ্যমন্ত্রীকে নিয়ে আশা হয় এসএসকেএম হাসপাতালে। সেখানে তাঁর চিকিৎসা চলে, মাথায় তিনটি সেলাইও পড়ে। এই অবস্থায় তাঁর শারীরিক পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন হয়ে সকলে। সমর্থক থেকে বিরোধী নেতৃত্ব সকলেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্রুত আরোগ্য কামনা করেছেন।