২১মে, ২০১৯: শীর্ষ আদালতে খারিজ হয়ে গেল কলকাতার প্রাক্তন পুলিস (Kolkata Ex Cop) কমিশনার রাজীব কুমারের আর্জি। গতকাল তিনি তাঁর আইনি রক্ষাকবচের সময়সীমা বাড়ানোর আবেদন জানিয়েছিলেন। কিন্তু শীর্ষ আদালত(Supreme Court) সেই আর্জি খারিজ করে জানিয়ে দেয় আর কোনও স্পেশালবেঞ্চ গঠন করা হবে না। অর্থাৎ বহাল থাকল আগের রায়ই। সাতদিনের মধ্যে রাজীবকে আইনি পদক্ষেপ করার পরামর্শ দিয়েছিল শীর্ষ আদালত। কিন্তু কলকাতায় আইনজীবীদের কর্মবিরতি চলায় সেটার মেয়াদ বৃদ্ধির আবেদন জানিয়েছিলেন তিনি।
গত শুক্রবার রাজীব কুমারের (Rajib Kumar)ওপর থেকে রক্ষাকবচ সরিয়ে নেয় শীর্ষ আদালত। বিচারপতি সঞ্জীব খান্না বলেন, সিবিআই রাজীব কুমারের বিরুদ্ধে প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নিতে পারবে। এরফলে রাজীব কুমারের গ্রেফতারির শঙ্কা বাড়তে থাকে।
লোকসভা ভোটের শেষদফার আগেই নির্বাচন কমিশন( Election Commission) তাঁকে দিল্লির কেন্দ্রীয় স্বারাষ্ট্রমন্ত্রকে যোগ দেওয়ার নির্দেশ দেয়। সেই নির্দেশ মেনেই এখন দিল্লিতে রয়েছেন রাজীব কুমার।