Operation Sindoor (Photo Credit: X)

সন্তোষ মিত্র স্কোয়ারে এবার দুর্গাপুজোয় অপারেশন সিঁদুর। গত রবিবার রাতে সামাজিক মাধ্যমে পুজোর থিমের ঘোষণা করেন তথা বিজেপি কাউন্সিলর সজল ঘোষ। আর এই ঘোষণার ৪৮ ঘণ্টার মধ্যেই পুজো কমিটিকে চিঠি দিল মুচিপাড়া থানার পুলিশ। যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক।

বুধবার পুলিশের দুটি চিঠি সমাজমাধ্যমে শেয়ার করে বলেন -

রবিবার সন্ধ্যেবেলা দুর্গাপুজোর থিম ঘোষণার সাথে সাথে মঙ্গলবার সন্ধ্যেবেলায় প্রেমপত্র চলে এলো Kolkata Police এর মুচিপাড়া থানা কর্তৃপক্ষের মাধ্যমে l

আমি জানতে চাই আর কটা পুজো কমিটিকে সারা পশ্চিমবঙ্গে এই চিঠি পাঠানো হয়েছে❓নিশ্চিত, কাউকে নয় l

আমার প্রশ্ন তাহলে তারা কি সবাই আইনের উর্ধ্বে ❓নাকি আমাদের জন্য আলাদা আইন ❓

বোঝাই যাচ্ছে, ডাক্তারদের দেওয়া শিরদাঁড়াটা খুব একটা ভালো কোয়ালিটির ছিল না।

এই সব অন্যায়ের বিচার খুব শীঘ্রই হবে l

ফেসবুকে কী লিখলেন সজল ঘোষঃ

 

বুধবার সজল বলেন, “পুলিশ তাহলে দুটো জিনিস মেনে নিক। হয় এক, শুধু কলকাতায় আমাদেরই পুজো হয়, অথবা দুই, আমাদের পুজোতেই শুধু ভিড় হয়, বাকি পুজোয় হয় না। এই চিঠি আমার ধারণা, কলকাতা শহরের বাকি বড় বড় পুজো, বড় নেতাদের পুজো, কারোর কাছেই যায়নি।”

প্রসঙ্গত সন্তোষ মিত্র স্কোয়ারের এ বারের থিম 'অপারেশন সিঁদুর'। থিম ঘোষণার পরই মিলেছে পুলিশের ক্রাউড ম্যানেজমেন্ট সংক্রান্ত নোটিস, দাবি করেন বিজেপি নেতা। উদ্দেশ্যপ্রণোদিত ভাবে পুজো বন্ধ করতেই মুচিপাড়া থানার পুলিশ এই নোটিস পাঠিয়েছে বলে অভিযোগ করেছেন সজল ঘোষ। বিজেপি নেতার কটাক্ষ, “আসলে সিঁদুরেই অ্যালার্জি তৃণমূলের।”