Sanjay Roy (Photo Credits: ANI)

সোমেই সাজা শোনানো হবে দোষী সঞ্জয় রায়কে (Sanjay Roy Punishment)। আরজি কর (RG Kar Case) মেডিক্যাল কলেজের তরুণী পড়ুয়া চিকিৎসকে ধর্ষণ এবং খুনের ঘটনায় দোষী সাব্যস্ত হয়েছে ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়। শনিবার শিয়ালদহ আদালতের বিচারক অনির্বাণ দাস তাঁকে দোষী সাব্যস্ত করে জানিয়েছিলেন, সোমবার, ২০ জানুয়ারি মামলার সাজা ঘোষণা করা হবে।

সোমের সকাল থেকে শিয়ালদহ আদালত চত্বরে থিকথিক করতে আমজনতার ভিড়। আদালতের সামনে রয়েছে ত্রিস্তরীয় নিরাপত্তা। প্রেসিডেন্সি জেল থেকে শিয়ালদহ আদালতে আনা হয়েছে দোষী সঞ্জয় রায়কে। কড়া নিরাপত্তার মোড়কে পুলিশভ্যান থেকে নামিয়ে সঞ্জয়কে নিয়ে যাওয়া হয়েছে কোর্ট লকআপে। আরজি কর কাণ্ডে দোষীর কী শাস্তি শোনাতে চলেছেন বিচারক? সেই দিকেই তাকিয়ে গোটা দেশবাসী।

কী সাজা হতে পারে সঞ্জয়েরঃ

শনিবার রায়দানের দিন বিচারক জানিয়েছিলেন, ধর্ষণের ঘটনায় ১০ বছর বা তার বেশি কারাদণ্ড হতে পারে। খুনের ঘটনার ক্ষেত্রে ২৫ বছর থেকে সর্বোচ্চ যাবজ্জীবন পর্যন্ত কারাদণ্ড হতে পারে। কিন্তু সঞ্জয় যেভাবে গলা টিপে হত্যা করেছেন তরুণী চিকিৎসককে, সেক্ষেত্রে তাঁর সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড হতে পারে।

দোষী সঞ্জয়কে আনা হয়েছে শিয়ালদহ আদালতেঃ

ভিড়ে ঠাসা আদালত চত্বর। ভিড় সরাচ্ছে কলকাতা পুলিশঃ