আরজি কর হাসপাতালে (RG Kar Medical College and Hospital) তরুণী পড়ুয়া চিকিৎসকের খুন এবং ধর্ষণের ঘটনায় হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ (Sandip Ghosh) এবং টালা থানার ওসিকে অভিজিৎ মণ্ডলকে (Tala Police Station OC Abhijit Mondal) গ্রেফতার করেছে সিবিআই (CBI)। দুজনের জামিনের আবেদন খারিজ করে শিয়ালদহ আদালতের বিচারকের পর্যবেক্ষণ, এই দুই অভিযুক্তের বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রমাণিত হলে তাঁদের মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে।
আরজি কর হাসপাতালে (RG Kar) চিকিৎসক মৃত্যুর তদন্তে নেমে হাসপাতালে দুর্নীতির অভিযোগে সিবিআই-এর হাতে গ্রেফতার হন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ (Sandip Ghosh)। কেন্দ্রীয় সংস্থার তদন্ত যত এগিয়েছে ততই উঠে এসেছে একের পর এক বিস্ফোরক তথ্য। চিকিৎসক খুন এবং ধর্ষণের ঘটনায় তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে সিবিআই গ্রেফতার করে সন্দীপকে। একই অভিযোগে গ্রেফতার হন টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল। দুজনকে ২৫ সেপ্টেম্বর শিয়ালদল আদালতে হাজির করে সিবিআই। তাঁদের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারপতি। শুনানি চলাকালীন বিচারপতি জানান, সন্দীপ এবং অভিজিতের বিরুদ্ধে ওঠা অভিযোগ অত্যন্ত গুরুতর। বিশেষ করে তাঁদের সামাজিক অবস্থান এবং প্রভাবকে এই ক্ষেত্রে বিশেষ ভাবে বিবেচনা করা প্রয়োজন।
আদালতের আরও পর্যবেক্ষণ, অভিজিৎ মণ্ডল টালা থাকার পুলিশকর্তা। অন্যদিকে সন্দীপ একজন প্রভাবশালী চিকিৎসক। দুজনের সামাজিক প্রভাব যথেষ্ট। সেই নিরিখে তাঁদের বিরুদ্ধে ওঠা অভিযোগ খুবই গুরুতর। অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তদের মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। যা বিরল থেকে বিরলতম ঘটনাগুলির ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে।