Kunal Ghosh (Photo Credits: ANI)

আরজি কর মেডিক্যাল কলেজে আর্থিক দুর্নীতি অভিযোগের মামলায় সিবিআই-এর হাতে গ্রেফতার হয়েছেন হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ (Sandip Ghosh Arrested)। রাজ্যের বিভিন্ন খাতে নিয়োগ, রেশন, গরু-কয়লা পাচার ঘিরে দুর্নীতির মাঝে চিকিৎসা ব্যবস্থায় দুর্নীতির অভিযোগে এবার গ্রেফতার আরজি করের প্রাক্তন অধ্যক্ষ। তবে দুর্নীতিতে সন্দীপের গ্রেফতারি নিয়ে কোন মন্তব্য না করে বরং আরজি করের চিকিৎসক ধর্ষণ-খুনের ঘটনার তদন্ত কত দূর, সেই প্রশ্ন সিবিআই-কে ছুঁড়ে দিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh)।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে কুণাল জানতে চাইলেন, চিকিৎসক ধর্ষণ এবং খুনের ঘটনার তদন্তের অগ্রগতি কত দূর তা সিবিআইকে জানাতে হবে। ঘটনায় একজন মাত্র গ্রেফতার হয়েছে তাও কলকাতা পুলিশের সৌজন্যে। তারপর তদন্তের কী হল? কুণাল আরও বললেন, বিচার যত দেরিতে হবে তত আন্দোলনকারীদের মধ্যে ক্ষোভ বাড়ছে। এই সুযোগে বিরোধী রাজনৈতিক দলগুলো গুজব ছড়াচ্ছে।

মঙ্গলাবার সকালের এই ভিডিয়ো বার্তায় তৃণমূল নেতার সংযোজন, দুর্নীতির মামলায় সন্দীপ ঘোষ গ্রেফতার হয়েছেন কিন্তু 'আসল' যে মামলা তার তদন্তের অগ্রগতি কতদূর? এই গ্রেফতারি যেন কেবল নজর ঘোরানোর জন্যে না হয়ে থাকে। আসল অপরাধী কে বা কারা সেই তথ্য স্পষ্টভাবে সিবিআই-কে জানাতে হবে।

উল্লেখ্য, ৯ অগাস্ট আরজি করের জরুরি বিভাগের সেমিনার রুম থেকে উদ্ধার হয় কর্তব্যরত তরুণী জুনিয়র চিকিৎসকের ধর্ষণ এবং খুন হওয়া দেহ। এই ঘটনার পর্যায়ক্রমে তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের (Sandip Ghosh) বিরুদ্ধে আরজি করে আর্থিক দুর্নীতির অভিযোগ উঠে আসে। হাইকোর্ট এই মামলার তদন্তভার সিবিআই-কেই দেয়। সন্দীপের বিরুদ্ধে এফআইআর দায়ের করে তদন্ত শুরু করে সিবিআই। টানা ১৬ বার তদন্তকারী সংস্থার আধিকারিকদের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়ে গ্রেফতার হন সন্দীপ।