কলকাতা, ২০ ফেব্রুয়ারি: সন্দেশখালির (Sandeshkhali) যে সমস্ত এলাকায় ১৪৪ ধারা জারি করা নেই, সেখানে শুভেন্দু অধিকারী যেতে পারেন। কলকাতা হাইকোর্টের মত প্রকাশের পর মঙ্গলবার ফের সন্দেশখালি যাওয়ার উদ্যোগ নেন রাজ্যের বিরোধী দলনেতা। মঙ্গলবার সন্দেশখালিতে রওনা দেওয়ার আগে শুভেন্দু অধিকারী ( Suvendu Adhikari ) বলেন, গতকাল আদালতের পর্যবেক্ষণ সামনে এসেছে। আদালত যা বলেছে, তার প্রেক্ষিতে সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। চলছে আলোচনা। আদালতের নির্দেশ হাতে পেয়েই তবেই শুভেন্দুরা সন্দেশখালির দিকে রওনা দিচ্ছেন বলে বিজেপি নেতা জানান।
শুধু তাই নয়, সন্দেশখালি নিয়ে তৃতীয়ববার আর তাঁদের আদালতের দ্বারস্থ হতে হবে না বলে আশা প্রকাশ করেন শুভেন্দু। সেই সঙ্গে আজ তিনি সন্দেশখালিতে যাবেন শুনে সকাল থেকে ২ পুলিশ আধিকারিক তাঁকে ফোন করেন। সকাল ১১টার পর শুভেন্দু যাতে সন্দেশখালিতে যান, সে বিষয়ে তাঁকে ওই ২ পুলিশ আধিকারিক জানান বলেও দাবি করেন রাজ্যের বিরোধী দলনেতা।