সন্দেশখালিতে (Sandeshkhali) ফের পৌঁছল সিবিআইয়ের একটি দল। সন্দেশখালিতে পৌঁছে দিন আলি মোল্লা নামে এক ব্য়ক্তির বাড়িতে পৌঁছয় বলে খবর। কী কারণে ওই ব্য়ক্তির বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী দলের অফিসাররা পৌঁছন, সে বিষয়ে প্রশ্ন উঠছে। তবে শেখ শাহজাহানের সঙ্গে দিন আলি মোল্লার কী সম্পর্ক রয়েছে, সে বিষয়ে তদন্তকারী দলের সদস্যরা খতিয়ে দেখছেন বলে খবর।
দেখুন সন্দেশখালিতে সিবিআই...
#WATCH | West Bengal: Search by CBI (Central Bureau of Investigation) team underway in Sandeshkhali, North 24 Parganas. pic.twitter.com/2W0jQNfB1p
— ANI (@ANI) March 8, 2024