শেখ শাহজাহানকে (Sheikh Shahjahan) বসিরহাট আদালতে তুলল সিবিআই (CBI) । কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হেফাজতে থাকা সন্দেশখালিকাণ্ডের অন্যতম অভিযুক্ত শেখ শাহজাহানকে নিয়ে আজ বসিরহাট আদালতে যায় সিবিআই। প্রসঙ্গত সন্দেশখালিতে যাওয়ার পথে ইডি আধিকারিকদের উপর চড়াও হওয়ার অভিযোগ ওঠে শেখ শাহজাহানের বিরুদ্ধে। তারপর থেকেই ক্রমাগতভাবে উত্তপ্ত হতে শুরু করে সন্দেশখালি। শেষ পর্যন্ত শেখ শাহজাহানকে গ্রেফতার করে রাজ্য পুলিশ। যা নিয়ে তোলপাড় হয়ে যায় প্রায় গোটা রাজ্য। শেখ শাহজাহানের বিরুদ্ধে একের পর এক অবিযোগ ওঠায় তাঁককে দল থেকে বহিষ্কার করে তৃণমূল কংগ্রস।
আরও পড়ুন: Sheikh Shahjahan: আদালতের নির্দেশের আগে কেন গ্রেফতার করা হল না শাহজাহানকে, প্রশ্ন বৃন্দার
দেখুন ভিডিয়ো...
#WATCH | West Bengal | Sandeshkhali case: CBI officials brought Sheikh Shahjahan out of the CBI office to take him to Basirhat court.
(Earlier visuals) pic.twitter.com/Bn7bbnppon
— ANI (@ANI) March 28, 2024