Salman Khan at KIFF 2023 (Photo Credits: X)

কলকাতা, ৫ ডেসেম্বরঃ ২৯'তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (Kolkata International Film Festival 2023) শুভ সূচনা হল আজ থেকে। মঙ্গলবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বসেছিল চাঁদের হাট। উদ্বোধনী অনুষ্ঠানে টলিউড তারকাদের পাশাপাশি ছিল বলি তারকাদের সমারোহ। কিফের (KIFF 2023) জেল্লা কয়েকগুণ বাড়িয়ে তুলেছেন বলিউড ভাইজান সলমন খান (Salman Khan)। এইবারের কলকাতা চলচ্চিত্র উৎসবের প্রধান আকর্ষণ ছিলেন তিনি। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে সলমনের হাত দিয়েই অনুষ্ঠানের শুভ সূচনা সম্পন্ন হয়েছে। প্রথমবার কিফের মঞ্চে উপস্থিত হয়েছেন তিনি। উত্তরীয় পরিয়ে ভাইজানকে উদ্বোধনী অনুষ্ঠানে সম্মান জানালেন টলিউড সুপারস্টার দেব (Dev)।

দেখুন... 

ব্যস্ততার মাঝেও রাজ্যের মুখ্যমন্ত্রীর আমন্ত্রণ রেখেছেন ভাইজান। মঙ্গলবার সকালেই কলকাতায় পা রাখেন তিনি। সলমন ছাড়াও এইবারের কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব আলোকিত করেছেন অনীল কাপুর, মহেশ ভাট, সোনাক্ষী সিনহা, শত্রঘ্ন সিনহা সহ বলিউডের আরও বেশ কিছু তারকা। টলিপাড়া থেকে পৌঁছে গিয়েছিলেন দেব, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, মিমি চক্রবর্তী, নুসরত জাহান, জুন মালিয়া সহ অন্যান্যরা। মঞ্চে বলি তারকাদের সঙ্গে নাচের তালে পায়ে পা মিলিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

দেখুন...  

তবে এইবারের চলচ্চিত্র উৎসবে গরহাজির বলউডের দুই প্রাণ ভোমরা। অভিতাভ বচ্চন (Amitabh Bachchan) এবং শাহরুখ খান (Shah Rukh Khan)। শারীরিক অসুস্থতার জন্যে হাজির থাকতে পারবেন না সে কথা আগেই জানিয়ে দিয়েছিলেন বিগ বি। অন্যদিকে কিং খানের অনুপস্থিতির কথাও প্রকাশ্যে এসেছিল।

৫ ডিসেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত চলবে চলচ্চিত্র উৎসব। এইবার উৎসবের ফোকাস কান্ট্রি স্পেন। এছাড়াও স্পেশাল ফোকাস কান্ট্রি হল অস্ট্রেলিয়া। মোট ৩৯টি দেশের ২১৯টি ছবি প্রদর্শিত হবে কিফে। চলতি বছর ছিল চলচ্চিত্র নির্মাতা মৃণাল সেন এবং দেব আনন্দের জন্মশতবার্ষিকী। উৎসবে শতবর্ষের শ্রদ্ধার্ঘ্য জানানো হবে মৃণাল সেন, দেব আনন্দকে।