মুর্শিদাবাদের সাগরদিঘি বিধানসভা কেন্দ্রে কড়া নিরাপত্তায় চলছে উপ-নির্বাচনের ভোটগ্রহণ। সকাল থেকেই সাগরদিঘির বিভিন্ন বুথের সামনে লম্বা লাইন দেখা গেল। জঙ্গিপুর লোকসভার অন্তর্গত এই বিধানসভার ২৪৬টি বুথেই রয়েছে কেন্দ্রীয় বাহিনী। বিরোধীরা বিক্ষিপ্ত অভিযোগ তুললেও শান্তিপূর্ণভাবেই চলছে ভোটগ্রহণ। মমতা বন্দ্য়োপাধ্যায়ের মন্ত্রিসভার সদস্য সুব্রত সাহার মৃত্যুতে খালি হয় এই আসন। গত বছর ২৯ ডিসেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন সুব্রত সাহা।
সাগরদিঘিতে ২০১১ থেকে টানা তিনবার জিতে বিধায়ক নির্বাচত সুব্রত সাহা। ২০২১ বিধানসভা ভোটে তৃণমূলের টিকিটে দাঁড়িয়ে মন্ত্রী সুব্রত সাহা প্রায় ৫১ হাজার ভোটে হারান বিজেপি-র মাফুজা খানকে। সিপিএমের সমর্থনে লড়ে কংগ্রেস প্রার্থী এসকে হাসানুজামান তৃতীয় হয়ে পান ৩৬ হাজারের মত ভোট। সেখানে বিজেপি পায় ৪৫ হাজারের মত ভোট। ২০১১-র আগে ২০০১ ও ২০০৬-এ সাগরদিঘিতে সিপিএমের প্রার্থী জিতেছিলেন। তবে ১৯৮৭,৯১, ৯৬-তে জেতেন কংগ্রেসের নৃসিংহ মণ্ডল। আরও পড়ুন-পর্যটকদের জন্য খুলে দেওয়া হল কলকাতার মিনি চিড়িয়াখানা হরিণালয়া
দেখুন সাগরদিঘিতে চলছে ভোটগ্রহণ
West Bengal | Voting for Sagardighi Assembly by-polls begins. Visuals from Bahalnagar Primary School in Sagardighi. pic.twitter.com/s3plg13RvW
— ANI (@ANI) February 27, 2023
এবার সাগরদিঘিতে তৃণমূল প্রার্থী করেছে দেবাশীষ মুখোপাধ্যায়কে। অন্যদিকে, বিজেপি-র প্রার্থী এখানে দিলীপ সাহা। সিপিএম তথা বামফ্রন্টের সমর্থনে কংগ্রেস প্রার্থী বায়রন বিশ্বাসও জোর প্রচার করেছেন। তৃণমূল এখানে বড় ব্যবধানে জয়ের আশায়। স্বচ্ছ ভোট হলে বিজেপি জিতবে বলে আশাবাদী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সিপিএমের সমর্থনে কংগ্রেস এবার জেতার মত জায়গায় আছে বলে দাবি কংগ্রেস নেতা তথা জেলার সাংসদ অধীর চৌধুরীর।
সব কিছু পরিষ্কার হয়ে যাবে ২ মার্চ ভোট গণনার পর।