পূর্ব রেলের দপ্তরে আগুন (Photo Credits:facebook)

কলকাতা, ৯ মার্চ: স্ট্র্যান্ড রোডে পূর্ব রেলের সদর দপ্তরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। এবং প্রধানমন্ত্রীর সচিবালয় থেকে পৃথক একটি টুইটে অগ্নিকাণ্ডে মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা ও গুরুতর আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে। এই আর্থিক সাহায্য আসবে প্রধানমন্ত্রীর জাতীয় বিপর্যয় তহবিল থেকে। পূর্ব রেলের ওই বিল্ডিংয়ের ১৩ তলায় প্লাইউডের কিউবিকল, এদিক ওদিক ছড়িয়ে তারের গোছা। এর থেকেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে ওই বিল্ডিংয়ে। গতকাল সন্ধ্যা ছটা বেজে ১০ মিনিটে যখন আগুন লাগে তখন রেল ভবনের ভিতরে অন্তত ৫০০ জন ছিল। আরও পড়ুন-Strand Road Fire: পূর্বরেলের বিল্ডিংয়ে ভয়াবহ আগুনে লিফটে ঝলসে মৃত ৯, আর্থিক সাহায্য ঘোষণা মুখ্যমন্ত্রীর

অগ্নিকাণ্ডের সময় দুটি লিফট চালু ছিল। তাতেই আটকে পড়ে ৯ জনের মৃত্যু হয়েছে। লিফটের দরজা খুলতেই ঝলসে মৃত্যু হয় তাঁদের। এদিকে দমকলমন্ত্রী সুজিত বসুর দাবি, বিপদের সময় কাজ করেনি অগ্নি নির্বাপণ যন্ত্র। এমনকী অগ্নি নির্বাপণ ব্যবস্থাও পর্যাপ্ত ছিল না বলে অভিযোগ। মুখ্যমন্ত্রী রেলের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ করলেও, তা খারিজ করে দিয়েছেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার মনোজ জোশী। তবে এই বিল্ডিংয়ের ম্যাপ দিতে না পারার কথা স্বীকার করে নিয়েছেন রেলের ওই কর্তা।

অগ্নিকাণ্ডে মৃতরা হলেন রেলের ডেপুটি চিফ কমার্শিয়াল ম্যানেজার পার্থপ্রতিম মন্ডল, তাঁর নিরাপত্তারক্ষী সঞ্জয় সাহানি, ৪ দমকল কর্মী গিরিশ দে, গৌরব বেজ, অনিরুদ্ধ জানা, বিমান পুরকায়েত, হেয়ার স্ট্রিট থানার এএসআই অমিত ভাওয়াল। এক রেল কর্মী-সহ ২ জনকে এখনও সনাক্ত করা যায়নি। সোনবার সন্ধ্যা ছটা বেজে ১০ মিনিটে প্রথম এই ভবনের ১৩ তলায় আগুন দেখতে পান পাশের এলআইসি বিল্ডিংয়ের ক্যান্টিন কর্মীরা। তাঁরা আগুন দেখে চিৎকার করে উঠেছিলেন। পূর্বরেলের অফিসের ১৩ তলায় এসি ফেটেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।