মমতা ব্যানার্জি (Photo Credits: ANI)

কলকাতা, ১৫ সেপ্টেম্বর : অন্ধ্রপ্রদেশের গোদবরী নদীতে (Godavari River) নৌকাডুবির ঘটনায় শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (Mamata Banerjee) । টুইটে তিনি লেখেন, "গোদাবরী নদীতে নৌকা ডুবে মৃত্যুর ঘটনায় মর্মাহত। মৃতদের পরিবারের প্রতি আমার সমবেদনা। যারা নিখোঁজ আছেন তাঁদের পরিবারের প্রতি রয়েছে প্রার্থনা।" রবিবার অন্ধ্রপ্রদেশের গোদাবরী (Godavari River) নদীতে নৌকাডুবে মৃত্যু হল ১১ জনের। নিখোঁজ ২৯ জন। নৌকাটিতে মোট ৫৩ জন পর্যটক ছিলেন। এখনও পর্যন্ত ২৩ জনকে উদ্ধার করেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (NDRF) ও পুলিশ। উদ্ধারকাজ জারি রয়েছে। উদ্ধারকাজে ব্যবহার করা হচ্ছে ONGC-র হেলিকপ্টার । রাজ্যের মুখ্যমন্ত্রী জগন মোহন রেড্ডি (Jagan Mohan Reddy) মৃতদের পরিবারকে ১০ লাখ টাকা আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছেন।

আজ বিকেলে পূর্ব গোদাবরী জেলায় পর্যটকদের নিয়ে নৌকাটি ভ্রমণে বের হয়। পাপিকোন্ডালু পর্বতমালার কাছে গান্দি পোচাম্মা মন্দিরের উদ্দেশে রওনা দেয় নৌকাটি। তখন কাচ্চুলুরু গ্রামের কাছে নৌকাটি উল্টে যায়। নৌকাডুবির পর স্থানীয় মন্ত্রী ও বিধায়কদের ঘটনাস্থানে যাওয়ার নির্দেশ দিয়েছেন জগন মোহন রেড্ডি। পাশাপাশি সব ধরনের নৌকা চলাচল বন্ধ রাখারও নির্দেশ দিয়েছেন। আরও পড়ুন : চলতি বছরে ২ হাজারেরও বেশি বার গুলি চালিয়েছে পাকিস্তান, মৃত্যু হয়েছে ২১ ভারতীয়র; জানাল বিদেশ মন্ত্রক

এই ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ও প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। টুইটে প্রধানমন্ত্রী লিখেছেন, "অন্ধ্র প্রদেশের পূর্ব গোদাবরীতে একটি নৌকাডুবির ঘটনায় অত্যন্ত ব্যথিত। শোকাহত পরিবারের প্রতি আমার সমবেদনা। বর্তমানে উদ্ধার কাজ চলছে।"