পশ্চিমবঙ্গ নিয়োগ দুর্নীতি মামলায় (Recruitment Case) ইডির (ED) তলবে সাড়া দিয়ে শুক্রবার সিজিও কমপ্লক্সে হাজির হয়েছিলেন যুব তৃণমূলের সভানেত্রী সায়নী ঘোষ (Saayoni Ghosh)। টানা ১১ ঘণ্টা ধরে অভিনেত্রীকে এদিন জিজ্ঞাসাবাদ চালিয়েছেন ইডি আধিকারিকরা। ৫ জুলাই তাঁকে ফের তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইডির ডাক পড়তেই তৃণমূলের পঞ্চায়েত ভোটের (West Bengal Panchayat Election 2023) প্রচারকারীদের তালিকা থেকে বাদ পড়ল সায়নী ঘোষের নাম। শনিবার পঞ্চায়েত ভোটের প্রচারকারীদের তালিকা প্রকাশ করেছে শাসক দল তৃণমূল (TMC)। তাতে দলের প্রথমসারির নেতানেত্রীদের নাম থাকলেও দলের যুব সংগঠনের সভানেত্রীর নাম নেই।
আরও পড়ুনঃ তদন্তে ১০০ শতাংশ সহযোগিতা করব, ইডি দফতরে হাজিরা দিয়ে বললেন সায়নী ঘোষ
সায়নীকে ফের তলব ইডি-র...
The name of party’s state youth wing president #SaayoniGhosh is missing from #TMC's list of star campaigners for the July 8 #WestBengal Panchayat polls. Ghosh has been summoned again by ED for a second round of questioning on July 5.#WestBengalPanchayatElection2023 pic.twitter.com/8cWhOmEpHd
— IANS (@ians_india) July 1, 2023
মঙ্গলবার ইডির নোটিস পাঠানোর পর থেকেই 'উধাও' ছিলেন যুব তৃণমূলের রাজ্য সভানেত্রী। বাড়িতেও তাঁর খোঁজ পাওয়া যায়নি। এদিকে সায়নীর ইডি অফিসে হাজিরার বিষয়ে মুখ খোলেননি শাসক দল। আদেও তিনি ইডির ডাকে সাড়া দেবেন কিনা তা নিয়ে তৈরি হয়েছিল ধোঁয়াশা। যদিও সেই সমস্ত জল্পনাকে উড়িয়ে দিয়ে শুক্রবার ইডি দফতরে পৌঁছান সায়নী ঘোষ।