মেয়ো রোডে ভাষা আন্দোলনের মঞ্চ খুলে দেওয়া নিয়ে বিজেপিকে আক্রমণ করছে তৃণমূল। পাল্টা বাকযুদ্ধ শুরু করেছে গেরুয়া শিবিরও। আসলে গত সোমবার অর্থাৎ ১ সেপ্টেম্বর মেয়ো রোডে তৃণমূলের মঞ্চ খুলে দেয় সেনা। ঘটনার দিন এই নিয়ে তীব্র প্রতিবাদ দেখিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। সেই সুরে সুর মিলিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ৭১-এ পাক সেনা তৎকালীন পূর্ব পাকিস্তানে (বর্তমানে বাংলাদেশ) যে অত্যাচার করেছিল, সেই স্মৃতি উস্কে দিয়ে বিতর্ক আরও বাড়িয়ে দিলেন। এই নিয়ে এবার পাল্টা সরব হয়েছেন বিজেপি নেতা তথা অভিনেতা রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh)।
মুখ্যমন্ত্রীর সমালোচনায় রুদ্রনীল ঘোষ
তিনি বলেন, “এটা পশ্চিমবঙ্গ, ভারতের অঙ্গরাজ্য। ফলে এখানে দেশের সংবিধান অনুযায়ী নিয়ম লাগু হবে। কিন্তু মাঝেমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের নেতা মন্ত্রীরা এমন মন্তব্য করে বসছেন, যার ফলে মনে হচ্ছে এই রাজ্যকে দেশের থেকে আলাদা করার চেষ্টা করা হচ্ছে। এখানের আইন মানে না, সুপ্রিম কোর্ট, হাইকোর্টের নির্দেশ মানে না। যা অত্যন্ত ভয়ানক ও রাজ্যবাসীর পক্ষে খারাপ। আর তৃণমূল নেতারা রাজ্যবাসীদের কাছে এমন মন্তব্য করে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে”।
দেখুন রুদ্রনীল ঘোষের মন্তব্য
Kolkata, West Bengal: BJP leader Rudranil Ghosh says, "...Certain statements made by CM Mamata Banerjee suggest that some believe West Bengal is moving towards becoming a separate state. This is dangerous for both the country and the state..." pic.twitter.com/iPcYY1q01q
— IANS (@ians_india) September 3, 2025
এসআইআর নিয়ে মন্তব্য রুদ্রনীলের
রুদ্রনীল আরও বলেন, “সামনেই নির্বাচন। তার আগে যাঁরা অনুপ্রবেশকারী, রোহিঙ্গা রয়েছে তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিচ্ছে কেন্দ্র। আর তাতেই চিন্তায় পড়েছে তৃণমূল। কারণ তাঁদের ভোটেই তো এতদিন জিতে এসেছে, সেই কারণে রাজ্যের মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছে রাজ্যের শাসক দল। তবে এভাবে এসআইআর আটকাতে পারবে না তৃণমূল”।