কলকাতা, ৩ সেপ্টেম্বর: অনির্বান ভট্টাচার্যের (Anirban Bhattacharya) ব্যান্ড হুলিগানইজ়ম নিয়ে জোর চর্চা শুরু হয়েছে রাজ্যে জুড়ে। বিশেষ করে শহর কলকাতা। হুলিগানজইজ়ম-এর গানে অনির্বান ভট্টাচার্য কুণাল ঘোষ থেকে দিলীপ ঘোষ এবং শতরুপ ঘোষের প্রসঙ্গ তোলেন। মজার ছলেই তিন রাজনৈতিক নেতার কথা তোলেন। যা শুনে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ জানান, তিনি এসব মজা নিতে পারেন। তবে শতরুপ কিংবা দিলীপ ঘোষের তরফে এ বিষয়ে এখনও কোনও মন্তব্য করা হয়নি।
এদিকে অনির্বাণ ভট্টাচার্যের গানে সনাতন কিংবা সনাতন ভারত নিয়ে যে কথা বলা হয়েছে, তার প্রতিবাদ করেন রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh)। অনির্বান ভট্টাচার্যের কথা বলতে গিয়ে রুদ্রনীল জানান, 'ভাই,অণির্বান পৃথিবীর চুড়ান্ত মুর্খ ব্যাক্তিও জানেন সনাতন ধর্ম পৃথিবীর আদিতম ধর্ম বা জীবনচর্চা। তারপর বাকি ধর্ম গুলির জন্ম। আর আপনি বললেন, "সনাতন এসে গেছে?" "সনাতন ভারতে পৌঁছাতে হলে আমাদের পিছিয়ে যেতে হবে!" আপনি সজ্ঞানে বললেন এই কথা!?'
এসবের পাশাপাশি 'টলিউড মাফিয়া' প্রসঙ্গও তুলে আনেন রুদ্রনীল ঘোষ। তিনি বলেন, 'সবাই জানে,টলিউড মাফিয়ারা আপনার কাজ কেড়ে নিয়েছে, তাই গান গেয়ে পেটের ভাত জোগাড় করতে হচ্ছে।দূর্ভাগ্যজনক!! কিন্তু, যে "হুলিগানরা" আপনার পেটের ভাত কারা কাড়ল তা নিয়ে বা RG KAR ডাক্তার হত্যা নিয়ে বা শিক্ষক পেটানো-শিক্ষা দূর্নীতি নিয়ে আপনার মুখে কুলুপ! অথচ অকারণ ছোট করছেন নিজের ধর্মকে? সনাতন ও সনাতনীকে?কাকে খুশী করতে?'
সবকিছু মিলিয়ে অনির্বাণ ভট্টাচার্যের হুলিগানইজ়ম-এর গানে যেভাবে সনাতন ধর্মের প্রসঙ্গে তুলে আনা হয়েছে, তার জেরে ক্ষোভ উগরে দেন রুদ্রনীল ঘোষ।