তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh) বললেন, 'ভালো থেকো অনির্বাণ।' বাংলার জনপ্রিয় অভিনেতা, গায়ক অনির্বাণ ভট্টাচার্যের (Anirban Bhattacharya) ব্যান্ড 'হুলিগানইজম'-এর (Hooliganism) একটি গানে কুণাল ঘোষ, দিলীপ ঘোষ এবং শতরূপ ঘোষদের নাম উঠে এসেছে। যেখানে 'কুণাল ঘোষ রেগে যাবেন' বলেও একটি লাইনে বলতে শোনা যায় অনির্বাণকে। যে ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় আসতেই তা হু হু করে ভাইরাল হয়ে যায়। আর এখানেই নিজের বক্তব্য প্রকাশ করেন কুণাল ঘোষ।

তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ কোনও পালটা তীর্যক মন্তব্য করেননি অনির্বাণ ভট্টাচার্যকে নিয়ে। উলটে তিনি লেখেন, 'অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যর নতুন ব্যান্ড 'হুলি-গান-ইজম' এর গানের অংশ। আমার মজা লেগেছে, ভালো লেগেছে। গানের ধরণ, উপস্থাপনাও উপভোগ করলাম। একটু তির্যক? তাতে কী!! কুণাল ঘোষ এসব মজা নিতে জানে। ভালো থেকো অনির্বাণ।'

নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের মাধ্যমে অনির্বাণ ভট্টাচার্যের প্রশংসা করেন কুণাল ঘোষ।

তবে অনির্বাণের ব্যান্ডের গান নিয়ে ?খন কুণাল ঘোষের মন্তব্য সামনে আসে, তিনি কোনও ধরনের কটাক্ষ না করলেও, সমালোচকরা একsর পর এক মন্তব্য ছুঁড়ে দিতে শুরু করেন। কুণাল ঘোষের সোশ্যাল হ্যান্ডেলেই তাঁকে একাধিক কটাক্ষের মুখে পড়তে হয়।

দেখুন কী লিখলেন কুণাল ঘোষ...

 

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)