রুদ্রনীল ঘোষ, ছবি ফেসবুক

কলকাতা, ২৮ মে: আজ ভবানীপুর কেন্দ্রের ৭১ নম্বর ওয়ার্ডে ত্রাণ বিলি করতে গিয়ে মার খান বলে অভিযোগ করেন রুদ্রনীল ঘোষ। ত্রাণ বিলি করার সময় এলাকার স্থানীয় তৃণমূল নেতার সঙ্গে তাঁর বচসা হয় বলে অভিযোগ তাঁর। এবারের বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী ছিলেন তিনি। যদিও এই কেন্দ্রে তিনি পরাজিত হন।

এ ঘটনা প্রসঙ্গে তিনি সংবাদমাধ্যমকে জানান ‘‘আমি কয়েকজনকে নিয়ে এলাকায় ত্রাণবিলির কাজ করছিলাম। প্রায় ৩০০ পরিবারকে ত্রাণ দেওয়ার পর ৭১ নম্বর ওয়ার্ডের তৃণমূল নেতা বাবলু সিং দলবল নিয়ে আমার উপরে হামলা করে। আমাকে চড়-থাপ্পড় মারতে থাকে। আমার সঙ্গীদেরও মারা হয়েছে। ত্রাণের গাড়িটিও আটকে রাখার চেষ্টা হয়।’’ প্রবল ক্ষোভ প্রকাশ করে আরও বলেন, "ত্রাণ দিতে এসে মার খেয়ে গেলাম, এটা কী চলছে?"

আরও পড়ুন, একুশের ডিসেম্বরের আগেই গোটা দেশের মানুষকে করোনার টিকা দেবে কেন্দ্রীয় সরকার

যদিও এই দাবি উড়িয়ে দিয়ে বাবলু সিং জানান,"রুদ্রনীলবাবু যদি প্রমাণ করতে পারেন আমি ওনার গায়ে স্পর্শ পর্যন্ত করেছি তাহলে তিনি যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব। ভবানীপুরে জলও জমেনি, কোনও ক্ষয়ক্ষতিও হয়নি। সেক্ষেত্রে কেন তিনি ত্রাণ বিলি করছেন আমি শুধু সেই প্রশ্ন করেছিলাম। পুলিশে এফআইআর দায়ের করেছেন তিনি।"